Viral Video: কায়দা করে হেলমেট পরতে গিয়ে বেকায়দায়, ছেলেটার গলায় আটকে গিয়ে মহা ঝঞ্ঝাট, তারপর…

Viral Video Today: একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যেখানে একটি ছেলেকে ভুল ভাবে হেলমেট পরতে দেখা গিয়েছে। আর সেই হেলমেট যেন তার গলায় আটকে গিয়েছে। 20 সেকেন্ডের ভিডিয়োটি অবাক করার মতো। নেটিজ়েনরা জানতে উদগ্রীব যে, ছেলেটির মাথা থেকে হেলমেট বের করা হল কীভাবে?

Viral Video: কায়দা করে হেলমেট পরতে গিয়ে বেকায়দায়, ছেলেটার গলায় আটকে গিয়ে মহা ঝঞ্ঝাট, তারপর...
কী কাণ্ডটা দেখুন একবার!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 6:22 PM

Latest Viral Video: কায়দা কি না জানা নেই। ভুলবশত কাজটা করে ফেলেছিল কি না, তা-ও জানা নেই। কিন্তু ছেলেটা যা কাণ্ড ঘটাল, তার পরিণতি যে এমন হবে কেউ ভাবতে পারেননি। এমনকি ছেলেটা নিজেও তা ভাবতে পারেনি। হেলমেট (Helmet) এখন অত্যাবশ্যক। রাস্তায় বাইক নিয়ে বেরোবেন, আর হেলমেট না পরলে জরিমানা হতে পারে আপনার। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যেখানে একটি ছেলেকে ভুল ভাবে হেলমেট পরতে দেখা গিয়েছে। আর সেই হেলমেট যেন তার গলায় আটকে গিয়েছে। 20 সেকেন্ডের ভিডিয়োটি অবাক করার মতো। নেটিজ়েনরা জানতে উদগ্রীব যে, ছেলেটির মাথা থেকে হেলমেট বের করা হল কীভাবে?

গত 15 জুন @Madan_Chikna টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমি জানতে চাই না, কীভাবে সে এই অবস্থা থেকে বেরিয়ে আসবে। আমি শুধু জানতে চাই, কীভাবে সে এমন করে হেলমেটটা পরল?’ ভিডিয়োর কমেন্ট সেকশনেও নেটিজ়েনরা সেই একই প্রশ্ন করেছেন। কেউ কেউ আবার গেসও করেছেন। একজন বললেন, ছেলেটা কায়দা করে হেলমেট পরতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, হেলমেটটাকে এক্কেবারে ভুল করে পরেছে ছেলেটি। এমনই ভুল ভাবে পরেছে যে, তা এখন তার গলার কাঁটা হয়ে গিয়েছে। হেলমেটের যে জায়গাটা দিয়ে আমরা মাথা ঢোকাই, সেই জায়গায় দেখা গেল ছেলেটার মুখ। অনেকক্ষণ ধরে সে চেষ্টা করে যাচ্ছে, কীভাবে সেই হেলমেট খোলা যায়। কিন্তু কিছুতেই যেন কিছু লাভ হচ্ছে না। ছেলেটার পাশে দাঁড়িয়ে সম্ভবত তার বাবাও হেলমেটটা খোলার চেষ্টা করছিল। কিন্তু তাতেও লাভ হয়নি।

প্রচুর মানুষ এই ভিডিয়ো লাইক করেছেন, কমেন্টও করেছেন অনেকে। তাঁদের মধ্যে অনেকের মন্তব্যই খুব মজাদার। একজন লিখলেন, ‘কম খরচে জেড প্লাস নিরাপত্তা।’ আর একজন হাসি থামাতে না পেরে বললেন, ‘এটা তো একদন পার্মানেন্ট হেলমেট হয়ে গিয়েছে, বারবার খোলা-পরা করতে হবে না।’ আর একজন একটু ভয়ের প্রসঙ্গ উত্থাপন করেই যোগ করলেন, ‘আমার কেন জানি না মনে হচ্ছে, হেলমেটটা কেটে বের করার পরেই ছেলেটা মুক্ত হয়েছে।’