Viral Video: ওয়েডিং ফটোশুট বানচাল করতে সন্তান কোলে হাজির এক বাঁদর, তারপর…

Latest Viral Video: এক যুগলের সন্ধান মিলল, যাঁদের ওয়েডিং ফটোশুট ছিল সত্যিই দেখার মতো। বিভিন্ন পোজ়ে ছবি তুলছিলেন ওই যুগলে। তাঁদের ছবি তোলার সময় হুট করেই কোলে বাচ্চা নিয়ে সেখানে এসে উপস্থিত হয় একটি বাঁদর। তা দেখে ওই যুগলে কিছুটা আনন্দিতও হয়েছিলেন, পেয়েছিলেন ভয়ও।

Viral Video: ওয়েডিং ফটোশুট বানচাল করতে সন্তান কোলে হাজির এক বাঁদর, তারপর...
সত্যিই যেন দেখার মতো ওয়েডিং ফটোশুট।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 8:48 AM

বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনেই সবচেয়ে সুখকর এবং গুরুত্বপূর্ণ একটা দিন। প্রত্যেক বিয়েতেই এমন অনেক স্মরণীয় মুহূর্ত থাকে, যা মানুষ চিরকাল মনে রাখতে চান, মনে রেখে দেন। কিন্তু এমন কিছু ছোটখাটো মুহূর্তও থাকে, যা মানুষের মনের মণিকোঠায় খোদাই করে রাখার মতোই। কিন্তু কেউ কেউ তো ভুলেও যেতে পারেন! সেই জন্যই তো বিয়ের ছবি বা ভিডিয়োগুলি বাঁচিয়ে রাখার কাজটাও অপরিহার্য। তেমনই এক যুগলের সন্ধান মিলল, যাঁদের ওয়েডিং ফটোশুট সত্যিই দেখার মতো। বিভিন্ন পোজ়ে ছবি তুলছিলেন ওই যুগলে। তাঁদের ছবি তোলার সময় হুট করেই কোলে বাচ্চা নিয়ে সেখানে এসে উপস্থিত হয় একটি বাঁদর। তা দেখে ওই যুগলে কিছুটা আনন্দিতও হয়েছিলেন, পেয়েছিলেন ভয়ও।

ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “বিশ্বাস করতে পারছি না যে, আমাদের ভিডিয়োগ্রাফাররা সে দিন এদের পেয়ে গিয়েছিলেন। একটা বন্য দিনেই আমরা শুট করেছি। আমরা একে খুব ভালবেসেছি। পিঠে তার শিশুও ছিল।” ভিডিয়োতে একটি টেক্সটও জুড়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হচ্ছে, “POV: একটি বাঁদর যখন আপনার বিয়ে বানচালের চেষ্টা করে।”

ভিডিয়োতে ওই কাপলকে দেখা গিয়েছে বিভিন্ন পোজ় দিতে। ঠিক সেই সময়ই এক কৌতূহলী বাঁদর পিঠে বাচ্চাকে বসিয়ে সেই জায়গায় হাজির হয়। প্রথমে সে কনের কাছে যায়। কনে এক ভয় পেতেই বরের কাছে যায় বাঁদরটি। তখন প্রাণীটি তার বাচ্চা নিয়ে বরের হাতের উপরে উঠে যায় এবং কোলে বেশ আরাম পায়। ভিডিয়োটি দেখে মনে হচ্ছিল যেন বাঁদরটিও এই ওয়েডিং ফটোশুটে সামিল হতে চেয়েছিল।

ইনস্টাগ্রামের এই ভিডিয়োটি খুব ভাইরাল হয়েছে। অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়ো 2.9 লাখেরও বেশি লাইক এবং হাজারো মজাদার মন্তব্য পেয়েছে। ওয়েডিং ফটোশুটের সময় বাঁদরের আগমন এবং তার প্রতি বর-কনের ধৈর্যশীলতা এবং মিষ্টি আচরণ অনেকেরই নজর কেড়েছে।

একজন ব্যবহারকারী লিখছেন, “আমিও ওখানে এভাবে আটকে থাকতে চাই।” আর একজন যোগ করলেন, “এরকম কেউ এলে তো ওয়েডিং ফটোশুট আরও স্মরণীয় হয়ে যায়।” তৃতীয়জন যোগ করলেন, “বাঁদরটাও মনে হয় স্বামীর খোঁজে এসেছিল। আপনাকে পছন্দ হওয়ায় কোলে উঠে পড়েছিল সে।” “একটা ফটোগ্রাফারের স্বপ্নও সত্যি হয়েছে মনে হয়, এরকম ভিডিয়ো তোলার সৌভাগ্য কতজনেরই বা হয়”, লিখলেন আর একজন।