Optical Illusion: শুধুই কি ভাল্লুক দেখলেন, নাকি ছুরিটাও নজরে এল? উত্তরে লুকিয়ে আপনার ব্যক্তিত্বের এক বিশেষ দিক

Personality Test Optical Illusion: ছবিটি এক ঝলক দেখার পর প্রথমেই নিশ্চয় আপনার নজরে এসেছে একটা ভাল্লুক। নাকি আরও কিছু দেখতে পেলেন? আচ্ছা, ছুরিটাও দেখে ফেলেছেন? তবে আপনি যা-ই দেখছেন, তাতেই আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবেন।

Optical Illusion: শুধুই কি ভাল্লুক দেখলেন, নাকি ছুরিটাও নজরে এল? উত্তরে লুকিয়ে আপনার ব্যক্তিত্বের এক বিশেষ দিক
ভাল করে ছবিটা একবার দেখুন তো।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 6:24 PM

Personality Test: অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি যে শুধুই আপনার মনকে বিভ্রান্ত করে এমনটা নয়। আপনার মস্তিষ্কের ভাবনাচিন্তার প্রক্রিয়াটির পরীক্ষা নেয়, পাশাপাশি আপনার ব্যক্তিত্বের কোনও বিশেষ দিক সম্পর্কেও বলতে পারে। এই ধরনের ছবিগুলি আপনাকে একই সঙ্গে অনেক কিছু দেখায়, ভাবায় আরও অনেক কিছু। একটা অপটিক্যাল ইলিউশনে আপনি যা দেখছেন, তার ভিত্তিতে আপনার চিন্তাশীল ব্যক্তিত্ব এবং মনোভাব সম্পর্কে জানা যায়। সম্প্রতি টিকটকে চার্লস ম্যারিয়ট নামের এক ব্যক্তি একটি অপটিক্যাল ইলিউশনের ছবি পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন, এই ছবি মানুষের ব্যক্তিত্বের গোপন দিক তুলে ধরতে পারবে। আসুন, সেই ছবিটির মধ্য দিয়েই আপনার ব্যক্তিত্বের একটা ছোট্ট পরীক্ষা নেওয়া যাক।

ছবিতে ঠিক কী দেখতে পাচ্ছেন? ছবিটি এক ঝলক দেখার পর প্রথমেই নিশ্চয় আপনার নজরে এসেছে একটা ভাল্লুক। কী, তাই তো? নাকি আরও কিছু দেখতে পেলেন? আচ্ছা, ছুরিটাও দেখে ফেলেছেন? তবে আপনি যা-ই দেখছেন, তাতেই আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবেন ঠিকই। কিন্তু প্রথমে যেটা দেখলেন, আপনি আসলে সেই মানুষটা। অর্থাৎ এই ছবি থেকে ভাল্লুক এবং ছুরির মধ্যে আপনার নজরে প্রথমে যেটা এসেছে, আপনি সেই মানুষটা এবং আপনার ব্যক্তিত্বও সেখান থেকে জানতে পারবেন।

ছবিটি অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে। ছুরিটি যেন ছবিতে ভাল্লুকের সঙ্গে মিশে গিয়েছে। ছুরির ধারকের হাত এবং তার ধারালো অংশটা ভাল্লুকের মুখের নীচে এমন ভাবেই রাখা হয়েছে, তাতে উভয়কে একসঙ্গে দেখার সম্ভাবনা খুব কম। এমন ভাবেই এটি মিশে গিয়েছে যে, এক ঝটকায় সকলের কাছে দৃশ্যমান না-ও হতে পারে। এবার আপনি বলুন, আগে ছুরি দেখলেন নাকি প্রথমে ভালুকটাই নজরে এসেছিল।

Optical Illusion Bear Or Knife

প্রথমে যদি ভাল্লুক দেখেন

যাঁরা এই ছবি থেকে প্রথমেই ভাল্লুক দেখেছেন, তাঁরা আসলে খুবই বিশ্বস্ত মানুষ। আপনি অন্যের প্রতি খুবই সহানুভূতিশীল এবং প্রতিরক্ষামূলক। আপনার প্রিয়জন, কাছের মানুষজন, বন্ধুবান্ধব সকলের জন্য আপনি চিন্তাভাববনা করেন, সঠিক রাস্তা দেখাতে পারেন। অন্যরাও আপনার আচরণে মুগ্ধ হন।

প্রথমে যদি ছুরি দেখেন

এই ছবিতে যদি প্রথমে ছুরি দেখেন, তাহলে আপনি খুব উৎসাহী একজন মানুষ। আপনি খুব অনুপ্রেরণাদায়কও। আপনার মতো মানুষজন সবসময় নতুন কিছু করতে চান, হাজার সমস্যা সামলেও আপনি নিজের মতো করে কাজ করেন, নিজের কোনও উপায় বের করেন। তবে তার জন্য আপনি কখনও আগ্রাসী মনোভাবও অবলম্বন করেন।

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি দেখার পর অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। এরকম একটা ছবির ধাঁধা দিয়ে এত নিখুঁত ভাবে কীভাবে মানুষের ব্যক্তিত্ব পড়া যায়, তা নিয়েই সমাজমাধ্যমগুলিতে অনেকে চার্লস ম্যারিয়টের প্রশংসা করেছিলেন। অনেকেই চার্লসের বিশ্লেষণের সঙ্গে একমত হয়ে জানিয়েছেন যে, তাঁরা ছবিতে আগে যা দেখেছেন তার ভিত্তিতেই এখানে সঠিক ভাবে নিজেদের ব্যক্তিত্ব যাচাই করতে পেরেছিলেন। আশা করি, আপনিও ভালুক এবং ছুরি দেখার পর আপনার ব্যক্তিত্বের কিছু গুণ বা ত্রুটি জানতে পেরেছেন।