Optical Illusion: অরণ্যের মাঝে লুকিয়ে সুন্দর এক টিয়াপাখি, খুঁজে বের করতে পারবেন?

Search A Parrot Optical Illusion: এই যে সবুজ বনানী দেখছেন এই ছবিতে, সেখানেই একটা টিয়াপাখি লুকিয়ে রয়েছে। 21 সেকেন্ডের মধ্যে আপনাকে সেই পাখিটিকে খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করবেন?

Optical Illusion: অরণ্যের মাঝে লুকিয়ে সুন্দর এক টিয়াপাখি, খুঁজে বের করতে পারবেন?
ভাল করে দেখুন তো ছবিটা একবার, তাহলেই খুঁজে পাবেন টিয়াপাখি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 11:30 AM

যেসব ছবি বা ফটোগ্রাফ আমাদের চোখে আপাত দৃষ্টিতে মায়াবী হিসেবে ধরা দেয়, সেগুলই আসলে অপ্টিক্যাল ইলিউশন। মায়াবী অর্থাৎ আপনি যা দেখছেন, আদতে কিন্তু ছবিটা সেরকম নয়। তাতে অন্তর্নিহিত কিছু একটা রয়েছে। একটা একটা ক্লু-র মাধ্যমে সেই ছবিগুলি থেকে জট কাটতে থাকে। এই ধরনের ছবির ধাঁধা কখনও তৈরি করা হয়, কখনও আবার আপনি-আপনিই তৈরি হয়ে যায়, যেগুলি এক্কেবারেই বাস্তবসম্মত। কিছু-কিছু অপ্টিক্যাল ইলিউশন আবার এমন হয়, যেগুলি আমাদের চোখ ও মস্তিষ্ককে এমন কিছু ভাবাতে বাধ্য করে বা বিশ্বাস করাতে বাধ্য করে, যা আদতে সত্য নয়। আজ, একটা বাস্তবসম্মত অপ্টিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছি আমরা। প্রতিবেদনের পরতে-পরতে সেই ইলিউশনের জট কাটব আমরা।

Optical Illusion Parrot

একটা ছবি আপনার কাছে যে ভিজ়ুয়াল ইনফর্মেশন পৌঁছে দিচ্ছে, তা আমাদের মস্তিষ্কের ফোকাস করার জন্য বিভিন্ন ভাগে বিভক্ত। তার থেকেও বড় কথা হল, একটা ছবি বা ছবির ধাঁধা কতটা প্রভাব ফেলছে বা ফেলতে পারে, তার উপরে নির্ভর করে সেই অপ্টিক্যাল ইলিউশনের লেভেলগুলি বিবেচিত হতে পারে। সেই সব লেভেল থেকেই আসছে শারীরবৃত্তীয় অপ্টিক্যাল ইলিউশন— এ এক এমন ধরনের ছবির ধাঁধা যা ছবির সেই দিকগুলি অনুভব করায় যা আদতে সেখানে নেই। সাধারণত এই ছবিগুলির প্যাটার্ন একরকম হয়।

তবে, আজ আমরা আপনাদের জন্য যে অপ্টিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছিল তা এক্কেবারেই সেরকম। সেই ছবিটি নিছকই বাস্তবধর্মী। ছাপোষা সাধারণ মানুষের তোলা একটা ছবি। কিন্তু সে ছবি এমন ভাবেই তোলা হয়েছে, তার ভিতরে লুকিয়ে থাকা বস্তুটিকে খুঁজে পাওয়া দুষ্কর। একটা অপ্টিক্যাল ইলিউশন এমনই ছবি, যা আপনার আপাতদৃষ্টির বাইরে দেখার এবং চিন্তাভাবনা করার ক্ষমতা বৃদ্ধি করে। তার থেকেও বড় কথা, আপনার জ্ঞানীয় এবং পর্যবেক্ষণ দক্ষতা উন্নত করতে পারে।

এবার আসা যাক, আসল বিষয়ে। এই ছবিতে যে সবুজ বনানী দেখছেন, এখানেই লুকিয়ে রয়েছে একটি সুন্দর, কিউট টিয়াপাখি। আপনাকে সেই পাখিটাকেই খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করবেন নাকি!প্রাপ্তবয়স্ক এবং বাচ্চা উভয়ের জন্যই চ্যালেঞ্জিং হতে পারে এই ছবির ধাঁধার সমাধান করা। তবে এই ছবি থেকে টিয়াপাখিটিকে খুঁজে বের করতে আপনার বুদ্ধিমত্তাও হতে হবে উচ্চমানের। যিনি এই ছবিটি তুলেছেন, তাঁর দাবি মাত্র 21 সেকেন্ডের মধ্যে এখান থেকে টিয়াপাখিটিকে খুঁজে পাওয়া সম্ভব।

আসলে টিয়াপাখি যদি সবুজ জঙ্গলে লুকিয়ে থাকে, তাহলে কী সমস্যা হতে পারে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন? হ্যাঁ, জঙ্গলের রঙে ওই টিয়াপাখি মিলেমিশে একাকার হয়ে যাবে। 21 সেকেন্ড কিন্তু হয়ে গেল! এবার ছবিটা থেকে ওই পাখিটাকে খুঁজে বের করুন। আর যদি না পারেন, তাহলে নীচের এই ছবিটা একবার দেখুন।

Optical Illusion Find A Parrot

বুঝতে পারলেন তো এবার! আপনার চোখের ঠিক সামনেই রয়েছে পাখিটা। ঠিক এই সমস্যাটাই হয়, যখন জঙ্গলের রং কোনও এক পাখির সঙ্গে মিশে যায়।