Optical Illusion: এত ক্রিসমাস ট্রি-এর মাঝে লুকিয়ে একটা তারা, খুঁজে পেলেন?
ক্রিসমাস স্টার লুকিয়ে রাখার এই ধাঁধা খুবই কৌশলগত ভাবে তৈরি করা হয়েছে। ইলিউশনটি তুলে ধরার জন্য শিল্পী উজ্জ্বল ও বিভিন্ন রং ব্যবহার করেছেন। সোশ্যাল মিডিয়াতেই দেখা গিয়েছে, মাত্র 2 শতাংশ এই ছবি থেকে ক্রিসমাস স্টারটিকে খুঁজে পেয়েছেন। 10 সেকেন্ডের মধ্যে আপনি পারেন কি না, একবার দেখুন তো।
![Optical Illusion: এত ক্রিসমাস ট্রি-এর মাঝে লুকিয়ে একটা তারা, খুঁজে পেলেন? Optical Illusion: এত ক্রিসমাস ট্রি-এর মাঝে লুকিয়ে একটা তারা, খুঁজে পেলেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/12/Optical-Illusion-3.jpg?w=1280)
ক্রিসমাসের পার্টি নিশ্চয়ই সেরে ফেলেছেন। এবার তো কাজে ফিরতে হবে। তার আগে কি একটু মাথাটা খাটিয়ে নিতে চান? তাহলে মজাদার একটা খেলা আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ছবিটা একটা অপটিক্যাল ইলিউশন। নেটপাড়ার লোকজন প্রতিদিন এরকম একটা ছবির জন্য হাপিত্যেশ নয়নে বসে থাকেন। সেরকমই একটা ছবি ফের আপনাদের জন্য নিয়ে এসেছি। দাবি করা হচ্ছে যে মাত্র 2% অংশগ্রহণকারী এই ব্রেইনটিজারের ধাঁধা সমাধানে সফল হয়েছেন। কী এমন আছে এই ছবিতে?
এই ছবিতে অনেক ক্রিসমাস ট্রি রয়েছে। কিন্তু আপনাকে কী করতে হবে? এখন এই এতসব গাছের মাঝে লুকিয়ে আছে একটা তারা। আপনাকে সেই তারাটিকেই খুঁজে বের করতে হবে। বড়দিন আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চা। মানুষজন ছবি পোস্ট করছেন, প্রিয় মানুষের সঙ্গে বড়দিনে ভাল মুহূর্ত কাটানোর ভিডিয়োও শেয়ার করছেন। তার মধ্যেই এই ব্রেইন টিজ়ার ছবিটিও নেটিজ়েনদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
ক্রিসমাস স্টার লুকিয়ে রাখার এই ধাঁধা খুবই কৌশলগত ভাবে তৈরি করা হয়েছে। ইলিউশনটি তুলে ধরার জন্য শিল্পী উজ্জ্বল ও বিভিন্ন রং ব্যবহার করেছেন। সোশ্যাল মিডিয়াতেই দেখা গিয়েছে, মাত্র 2 শতাংশ এই ছবি থেকে ক্রিসমাস স্টারটিকে খুঁজে পেয়েছেন। 10 সেকেন্ডের মধ্যে আপনি পারেন কি না, একবার দেখুন তো।
ব্রেইনটিজারদের বিশেষত্ব হল বিনোদনের পাশাপাশি মানসিক ব্যায়ামও করতে সাহায্য করে ছবিগুলি। এই ধরনের ধাঁধার সমাধান খুঁজে বের করা আসলে মানুষের চিন্তা করার ক্ষমতা এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে উন্নত করে। ছবিতে তারাটি এখনও দেখতে না পেলে নিচে দেখে নিন।