Viral Video: সিট নিয়ে দুই মহিলার ঝামেলা, একজনের মুখে গোলমরিচ স্প্রে করলেন অন্যজন, দিল্লি মেট্রোয় তুলকালাম

Viral Video Today: ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো, যেখানে দুই মহিলা লড়াই করছে, চিৎকার করছে এবং একে অপরকে অভিশাপও দিচ্ছে। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা (Tajinder Pal Singh Bagga)।

Viral Video: সিট নিয়ে দুই মহিলার ঝামেলা, একজনের মুখে গোলমরিচ স্প্রে করলেন অন্যজন, দিল্লি মেট্রোয় তুলকালাম
এতই রাগ যে সহযাত্রীর মুখে গোলমরিচ স্প্রে করতে হল?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 4:41 PM

Latest Viral Video: কখনও ব্রা পরে কোনও মেয়ের সফর, কখনও আবার সিট নিয়ে ঝামেলা, দিল্লি মেট্রো যেন সবসময়ই সংবাদের শিরোনামে। আবারও একবার সিট নিয়ে দুই মহিলার (Women) মধ্যে তীব্র বাদানুবাদের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। তারপর যা হওয়ার, তাই হল। ঝামেলা মুহূর্তে মারামারির রূপ ধারণ করল। কিন্তু সেই মারপিট পর্বের মধ্যেও ঘটে গেল আর এক অবাক ঘটনা। দুই যাত্রীর একজনকে অপরজনের মুখে গোলমরিচ স্প্রে (Pepper Spray) করতে দেখা গেল। এই কাণ্ডই যেন নেটিজ়েনদের অবাক করে দিয়েছে। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা (Tajinder Pal Singh Bagga)। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো, যেখানে দুই মহিলা লড়াই করছে, চিৎকার করছে এবং একে অপরকে অভিশাপও দিচ্ছে।

যদিও একটা বিষয় পরিষ্কার নয় যে, কী নিয়ে তাঁরা একে অপরের সঙ্গে ঝগড়া করছিলেন। সত্যিই কি তাঁদের মধ্যে সিট নিয়ে ঝামেলা হচ্ছিল? কারণ, মেট্রোয় যে সিটে তাঁরা বসেছিলেন সেই জায়গাটি ফাঁকা ছিল। যদিও মেট্রোর দরজার দিকে যে মহিলা বসেছিলেন, তাঁকে অপরজনকে বলতে শোনা যায়, তাঁকে যেন বিরক্ত না করেন তিনি। তা শুনেই রেগে গিয়ে আর এক মহিলা তখন তাঁর ব্যাগ থেকে গোলমরিচ স্প্রে-র ক্যানটি বের করেন এবং হুমকি দিতে থাকেন যে, তাঁর মুখে স্প্রে করে দেবেন। কথা মতো সবযাত্রীর মুখে গোলমরিচ স্প্রে-ও করে দেন মহিলা। কিছুক্ষণের মধ্যে তাঁর কাশি শোনা যায়, মেট্রোর অন্যান্য যাত্রীরাও কাশতে থাকেন।

গত 2 এপ্রিল ভিডিয়োটি শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত তার ভিউ প্রায় 5 লাখ ছাপিয়ে গিয়েছে। দিল্লি মেট্রোতে এভাবে অশান্তি সৃষ্টি করার জন্য দুই মহিলাকেই তীব্র ভর্ৎসনা করেছেন নেটিজ়েনরা। অনেকেই আবার তেজিন্দর বাগ্গাকে বলেছেন যে, এই ভিডিয়োটি অনেক দিনের পুরনো। সম্প্রতি কয়েক দিনে দিল্লির মেট্রোর ঘটনাগুলি যে ভাবে ভাইরাল হচ্ছে, সেই সুযোগে কেউ একজন এই ভিডিয়োটি নতুন করে ছড়িয়ে দিয়েছেন।

মরিচের স্প্রে-কে আত্মরক্ষার সরঞ্জাম হিসেবে দেখা হয়। যদিও এটিকে দিল্লি মেট্রোয় নিষিদ্ধ আইটেমগুলির তালিকায় ধরা না হলেও এই ধরনের স্প্রে নিয়ে মেট্রোতে ওঠাও অনুমোদিত নয়। দিল্লি মেট্রোর নিষিদ্ধ আইটেমগুলির তালিকায় উল্লেখ করা হয়েছে যে অ্যারোসল, যে কোনও ধরনের বিস্ফোরক উপাদান এবং বেশিরভাগ অস্ত্র ট্রেনের ভিতরে কখনই অনুমোদিত নয়। আত্মরক্ষার সরঞ্জাম হিসেবে এদেশের লক্ষাধিক মহিলা পিপার স্প্রে বা মরিচের স্প্রে ব্যবহার করেন।