Viral Video: রাস্তা পার করতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাঘ, যন্ত্রণায় ছটফট করতে-করতে মৃত্যু, ভিডিয়ো ভাইরাল
Viral Video Today: এই ভিডিয়োটি মহারাষ্ট্রের ভান্ডারার নাগঝিরা অভয়ারণ্যের। সেখানেই একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় একটি বাঘ আহত হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় বাঘের মৃত্যু হয়।
Latest Viral Video: বন্য প্রাণীরা খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। আর সেই খাবারের খোঁজ করতে-করতেই আবাসিক এলাকা বা কখনও আবার মহা-সড়কে পৌঁছায়। এ ছাড়া বন সংলগ্ন সড়কেও এদের দেখা যায়। সিংহ, চিতা, ভাল্লুক বা অন্যান্য প্রাণীদের দেখলে পথচারীরা দূরে যানবাহন থামিয়ে তাঁদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করে। বনাঞ্চল এবং বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্য দিয়ে যাওয়ার সময় লোকেদের গাড়ির গতি কমানোরও পরামর্শ দেওয়া হয়। তবুও কিছু মানুষ তা অবহেলা করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছে একটি বাঘ।
IFS অফিসার পারভীন কাসওয়ান (@ParveenKaswan) মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছেন। একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, “প্রিয় বন্ধুরা, বন্যপ্রাণীর আবাসস্থলে তাদেরই প্রথম অধিকার রয়েছে। তাই সর্বদা নিরাপদ এবং ধীরে যাতায়াত করুন। নাগজিরায় একটি গাড়ির সঙ্গে এই বাঘের সংঘর্ষ হয়।”
Dear friends Wildlife has first right of way in #wildlife habitats. So always travel safely & slowly. This tiger hit by vehicle at Nagzira. Via @vijaypTOI pic.twitter.com/fpx6zlKQDI
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 11, 2023
19 সেকেন্ডের ছোট্ট ক্লিপটি দেখার পরে আপনি প্রাণীটির জন্য দুঃখিত হবেন। রাতের আঁধারে রাস্তায় চুপচাপ বসে থাকতে দেখা যায় বাঘটিকে। তার ঠিক সামনে একটা সাদা রঙের গাড়ি দাঁড় করানো। পরের মুহুর্তে বাঘ সাহস দেখিয়ে উঠে যায়, কিন্তু পায়ে আঘাতের কারণে প্রাণীটিকে হাঁটতে গিয়ে হিমশিম খেতে হয়। তবুও সে নিজেকে টেনে নিয়ে চলে যায় বনের দিকে।
দাবি করা হচ্ছে যে, এই ভিডিয়োটি মহারাষ্ট্রের ভান্ডারার নাগঝিরা অভয়ারণ্যের। সেখানেই একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় একটি বাঘ আহত হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় বাঘের মৃত্যু হয়। গত 11 আগস্ট ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। তারপর থেকে এখনও পর্যন্ত 8 লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। একই সঙ্গে লাইক করেছেন প্রায় 6 হাজার মানুষ।
এই বাঘের অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানাচ্ছেন মানুষজন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সময়মতো চিকিৎসা হলে জীবন বাঁচানো যেত বাঘটির।’ আরেকজন লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক!’