Viral Video: মাথায় হেলমেট, চোখে রোদচশমা; বিশ্বের দীর্ঘতম জিপলাইনে সওয়ারি উট! মজাদার ভিডিয়ো ভাইরাল

Viral Video Today: এমন কাণ্ড আপনি সম্ভবত আগে কখনও দেখেননি। উটও যে ডিপলাইনে চড়ে বেড়াতে পারে, এমন ঘটনা দেখার সৌভাগ্য আর কারই বা হতে পারে! কিন্তু হ্যাঁ, আজকের সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পাবেন না, এমন কোনও ভিডিয়ো বোধহয় নেই-ই।

Viral Video: মাথায় হেলমেট, চোখে রোদচশমা; বিশ্বের দীর্ঘতম জিপলাইনে সওয়ারি উট! মজাদার ভিডিয়ো ভাইরাল
জিপলাইনে যখন উট!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 11:37 AM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। বিশ্বের দীর্ঘতম জীপলাইনে চড়তে দেখা গিয়েছে একটি উটকে। সেই জিপলাইনটি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর রাস আল খাইমাহতে। ইনস্টাগ্রামে রেনা ট্যুরস নামক একটি ট্রাভেল এজেন্সি ভিডিয়োটি শেয়ার করেছে। এমন কাণ্ড আপনি সম্ভবত আগে কখনও দেখেননি। উটও যে ডিপলাইনে চড়ে বেড়াতে পারে, এমন ঘটনা দেখার সৌভাগ্য আর কারই বা হতে পারে! কিন্তু হ্যাঁ, আজকের সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পাবেন না, এমন কোনও ভিডিয়ো বোধহয় নেই-ই।

প্রথম দৃষ্টিতে একনজরে উটটিকে জিপলাইনে দেখে আপনার আশ্চর্যজনক মনে হবে। তারপরই ভিডিয়োর আসল সত্যতা আপনার সামনে আসবে। উটটিকে ওই জিপের লাইন থেকে নামতে দেখা গিয়েছে। ঝুলে-ঝুলেই সফর করে ফেলে সে। মাথায় ছিল হলদে রঙের হেলমেট এবং চোখে ছিল রোদচশমা, যা বিশেষভাবে জিপলাইনিংয়ের জন্যই ব্যবহৃত হয়। তবে এই উটটিকে আপনি আসল ভাবলে ভুল করবেন!

এই ভিডিয়োটা একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ করলেই আপনার মনে সন্দেহ জাগতে পারে। মনে হতে পারে, উটটি কম্পিউটার গ্রাফিক্সের দ্বারা তৈরি করা। ঠিক, আপনি যা ভাবছেন তা ঠিকই। কম্পিউটার গ্রাফিক্সের দ্বারাই উটটিকে তৈরি করা হয়েছে। আর সেই বিষয়টি নিশ্চিতও করেছে রেনা ট্যুরস। ইনস্টাগ্রামে ভিডিয়োর ক্যাপশনে ট্যুরিজ়ম সংস্থাটির তরফে লেখা হয়েছে, ‘এই উটটি আসল নয়। কম্পিউটার দ্বারা তৈরি করা হয়েছে।’

View this post on Instagram

A post shared by Rayna Tours (@raynatours_)

আপলোড হওয়ার পর থেকে এই ইনস্টা রিলটি 80,000 এরও বেশি লাইক অর্জন করেছে। সেই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। একই সঙ্গে ভিডিয়োটি দেখেছেন লাখ লাখ মানুষ। কমেন্ট সেকশনে মজার মজার মন্তব্যও করেছেন মানুষ। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘এক মুহুর্তের জন্য আমি ভেবেছিলাম এটি বাস্তব।’ আর একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল।’

জেবেল জাইস ফ্লাইট জিপলাইন সংযুক্ত আরব আমিরাশাহীতে সর্বোচ্চ শৃঙ্গের প্রান্তে নির্মিত। 2018 সালে বিশ্বের দীর্ঘতম এই এই জিপলাইনটি খোলা হয়েছিল। জেবেল জাইস ফ্লাইটগুলি রোমাঞ্চ-প্রেমীদের প্রায় তিন মিনিটের জন্য দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উপরে উঠতে দেয়, পাথুরে ভূখণ্ডের উপর দিয়ে গ্লাইডিং করার সময় অসাধারণ দৃশ্যপট চাক্ষুষ করতে দেয়। এই 2.83KM দীর্ঘ জিপলাইনটি 28টি ফুটবল মাঠের চেয়ে দীর্ঘ।