Viral Video: টয়লেটে গিয়ে ভিরমি খাওয়ার জোগাড় মহিলার! কমোডের নিচে বিষধর সাপ…
Latest Viral Video: 4 দিন ছুটি কাটিয়ে, মহিলা যখন তার বাড়িতে আসেন, তিনি টয়লেটে যান। তার ধারণা ছিল না যে তিনি টয়লেটে এমন কিছু দেখতে পাবেন। মহিলাটি কমোডে বসতেই একটি বিশাল কালো সাপ দেখতে পান।
আপনার কি কখনও এমন মনে হয়েছে, টয়লেটে বসে কমোডের গর্ত থেকে সাপ বেরিয়ে আসতে পারে? এমনটা হয়নি। কিন্তু এই স্বপ্ন সত্যি হলে কী হবে? আসলে এমনই কিছু ঘটেছে অ্যারিজোনার এক মহিলার সঙ্গে। 4 দিন ছুটি কাটিয়ে, মহিলা যখন তার বাড়িতে আসেন, তিনি টয়লেটে যান। তার ধারণা ছিল না যে তিনি টয়লেটে এমন কিছু দেখতে পাবেন। মহিলাটি কমোডে বসতেই একটি বিশাল কালো সাপ দেখতে পান। আর তার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়।
ঘটনাটি 15 জুলাইয়ের। সাপটিকে দেখার পর মহিলা স্তব্ধ হয়ে যান। মহিলার নাম মিশেল লেসপ্রন। লেসপ্রন বলেছিলেন, তিনি চার দিনের জন্য বাইরে গিয়েছেন। বাড়ি ফিরে তিনি টয়লেটে যান। আর তারপরে টয়লেটে গিয়ে কমোডের ঢাকনা তুলতেই দেখতে পান গর্তে আটকে আছে একটি কালো সাপ। লেসপ্রন সাপটিকে তাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা পারেননি। এরপর সকালে তিনি পেস্ট কন্ট্রোল কোম্পানি র্যাটলস্নেক সলিউশনকে ফোন করে সাপটিকে নিয়ে যেতে বলেন।
AP: Snakes on a plane? More like snake in a drain.
An Arizona woman came home to this slithery creature in her toilet after many days away and she was not pleased. pic.twitter.com/zcTNnAOGhr
— Mooha Swartz (@CyberAnonymous) August 11, 2023
এই ঘটনার ভিডিয়োটি ভাইরাল হচ্ছে, যাতে সাপটিকে কমোডে আটকে থাকতে দেখা যায়। কর্মচারী কমোডে হাত ঢুকিয়ে সাপটিকে টেনে বের করেন। একবার তার মনে হল যেন সাপ তাকে কামড়াবে। যদিও তা হয়নি। কর্মচারী এক হাতে সাপটিকে টেনে বের করেন, অন্য হাতে ফোন ধরে ভিডিয়ো রেকর্ড করতে থাকেন। ধরা সাপটির দৈর্ঘ্য মাপা হয়েছে 3 থেকে 4 ফুট। কর্মচারী সাপটিকে ধরে দূরের ফাঁকা জঙ্গলে ছেড়ে দেয়। আর এই ভিডিয়ো দেখে হুঁশ উড়েছে অধিকাংশ নেটিজেনের।