Viral Video: স্কুল ফেরত শিশুকে শিং দিয়ে তুলে রাস্তায় আছাড় মারল ষাঁড়, আপনার সন্তান সুরক্ষিত তো?
Latest Viral Video: ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গরু ও বাছুর রাস্তা দিয়ে যাচ্ছে। তাদের পিছনে স্কুল ড্রেস পরা একটি মেয়ে এবং একটি ছোট শিশুর সঙ্গে একটি মহিলা আসে। হঠাৎ গরুটি ঘুরে এসে সরাসরি মেয়েটিকে আক্রমণ করে।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন কতগুলি ভিডিয়ো থাকে, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়েকে রাস্তায় হঠাৎই একটি গরু আক্রমণ করে। ভিডিয়োটি চেন্নাইয়ের, যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য।
ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের এমএমডিএ কলোনি এলাকার এলাঙ্গো স্ট্রিটে। যেখানে বুধবার মা ও ছোট ভাইকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছিলেন 9 বছরের এক কিশোরী। তখন মেয়েটির ভাই কিছু শব্দ করে, এতে তার দিকে গরুটি ক্ষিপ্ত হয়ে এগিয়ে এসে মেয়েটিকে আক্রমণ করে। কোনও রকমে আশেপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটি গুরুতর আহত হয়েছে। গরুর মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
C m सर ये हमारे नंदी महाराज नही हो सकते कृपया मामले को संज्ञान में लें । pic.twitter.com/PxfunJWc8r
— Mohit Kumar (@Mohiteksoch) August 13, 2023
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গরু ও বাছুর রাস্তা দিয়ে যাচ্ছে। তাদের পিছনে স্কুল ড্রেস পরা একটি মেয়ে এবং একটি ছোট শিশুর সঙ্গে একটি মহিলা আসে। হঠাৎ গরুটি ঘুরে এসে সরাসরি মেয়েটিকে আক্রমণ করে। মেয়েটির স্কার্ফ তার শিং-এ আটকে যায়, যার ফলে সে মেয়েটিকে তুলে নিয়ে মাটিতে ফেলে দেয়। মেয়েটিকে বাঁচাতে ছুটে যায় কেউ কেউ। কিন্তু গরুটি এতটাই ক্ষিপ্ত থাকে, যে কেউ কিছুই করতে পারে না। সে শিশুটিকে আক্রমণ করতে থাকে। দু-তিনজন লোক পৌঁছে কোনওভাবে গরুটিকে তাড়ায়। এ সময় গেটের ভেতর থেকে কিছু লোককে এই ঘটনা দেখতেও দেখা যায়। এই ভিডিয়োটি 13 আগস্ট মোহিত কুমার (@Mohiteksoch) টুইটারে পোস্ট করেছেন। এখনও পর্যন্ত 77 হাজারের বেশি ভিউ এবং 1700 টিরও বেশি লাইক হয়েছে।