Viral Video: চলন্ত বাইকে দুটি মেয়ের জড়িয়ে ধরা, চুমু খাওয়া, ঝড়ের গতিতে ভিডিয়ো ভাইরাল
Viral Video Today: দুটি মেয়েকে (Two Girls) নাটকীয় ভাবে দেখা গেল, বাইকের উপরে একে অপরের বিপরীতে বসে স্টান্ট (Stunt) দেখাতে। আশ্চর্যজনক বিষয়টি হল, সেই অবস্থাতেই দুজনে চুমু (Kisses) খেলেন, একে অপরকে জড়িয়েও ধরলেন। আর সেই ভিডিয়োই খুব ভাইরাল।
Latest Viral Video: ডিজিটাল জমানায় ভাইরাল হওয়ার সময় কে যে কী করতে পারেন, তার আন্দাজ করাটা সত্যিই এক কঠিন কাজ। কী করতে গিয়ে কে যে কখন ভাইরাল হবেন, তার টের পাওয়াও কার্যত অসম্ভব। তাই, ভাইরাল হওয়ার স্বপ্ন দেখতে-দেখতে যে যা পারছেন করে চলেছেন। বাইক স্টান্টের হাজার একটা ভিডিয়ো আপনি হয়তো চাক্ষুষ করেছেন। কিন্তু এমনটা কখনও দেখেননি। দুটি মেয়েকে (Two Girls) নাটকীয় ভাবে দেখা গেল, বাইকের উপরে একে অপরের বিপরীতে বসে স্টান্ট (Stunt) দেখাতে। আশ্চর্যজনক বিষয়টি হল, সেই অবস্থাতেই দুজনে চুমু (Kisses) খেলেন, একে অপরকে জড়িয়েও ধরলেন। আর সেই ভিডিয়োই এখন নেটিজ়েনরা গোগ্রাসে গিলছেন!
পুরো ঘটনাটাই ঘটেছে চলন্ত বাইকে। আর সেই বাইক স্টান্টের ক্লিপই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার আনাচকানাচে। ভিডিয়োতে দেখা গেল, মেয়ে দুটির একজন বাইক চালাচ্ছেন। সামনে বসে রয়েছেন আর একজন। ওই অবস্থাতেই দুজন দুজনকে জড়িয়ে ধরলেন, খেলেন চুমুও। জানা গিয়েছে, এই ঘটনাটা তামিলনাড়ুর।
কীভাবে জানা গেল ভিডিয়োটি তামিলনাড়ুর। ভিডিয়ো থেকে বাইকের নম্বর প্লেটটি দেখা গিয়েছে। সেখানে যে রেজিস্ট্রেশন নম্বরটি দেখা গিয়েছে, সেটি তামিলনাড়়ুর। তবে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ঝাড়খণ্ডের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে, যার নাম Stars_of_jharkhand। সদ্য এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 12,000 ছাপিয়ে গিয়েছে।
View this post on Instagram
নেটিজ়েনরা ভিডিয়োটি দেখার পরে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিষয়টি নিয়ে তাঁরা পুলিশেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। পুলিশের কাছে নেটিজ়েনদের একাংশ আর্জি জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে। বাইক স্টান্ট নিয়ে একাধিক ভিডিয়ো এর আগে ভাইরাল হয়েছে। এমনকি, সাম্প্রতিক অতীতে এমন অনেক ভিডিয়ো আমাদের নজরে এসেছে যেখানে পুরুষ ও নারীকে অন্তরঙ্গ অবস্থায় ছিলেন। পুলিশও ভাইরাল হওয়া সেই ভিডিয়োগুলি দেখে পদক্ষেপ নিয়েছে।
তবে, এবার যেন সবকিছু ছাপিয়ে গেল বাইকে দুটি মেয়ের চুমু খাওয়া এবং জড়িয়ে ধরার ঘটনা।