Viral Video: সে আবার কী! আঁটি নেই এই আমের, পুরোটাই শাঁস; ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর চর্চা
Viral Video Today: মহিলাকে দেখা গেল গাছ থেকে আম পারতে। আর সেগুলিকে তিনি বোঝাই করছেন একটা ছোট্ট নৌকার উপরে। এমন সময়ই ওই মহিলা একটা আমের (Mangoes) ভিতরটা দেখালেন। সেই আমের কোনও আঁটি নেই, যা দেখে সকলে হতবাক। এমনও হয়! এমন আমও বাজারে রয়েছে, যার কোনও আঁটি (Seed) নেই।
Latest Viral Video: আমের মরশুমটা এসে গিয়েছে। গাছের আম পাকতে শুরু করে দিয়েছে। আম মানেই আমবাঙালির কাছে জিহ্বায় জল ছাড়া আর কিসসু নয়! একটা আম কাটার পরে শুধু তার ফালি নয়, আঁটিটাও বাদ দেন না অনেকে। তবে, সম্প্রতি এমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে হতভম্বিত হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনও উপায় থাকবে না আপনার। এক মহিলাকে দেখা গেল গাছ থেকে আম পারতে। আর সেগুলিকে তিনি বোঝাই করছেন একটা ছোট্ট নৌকার উপরে। কারণ, যেখানে আম গাছগুলি রয়েছে তার পাশেই রয়েছে ছোট্ট একটি নালা। এমন সময়ই ওই মহিলা একটা আমের (Mangoes) ভিতরটা দেখালেন। সেই আমের কোনও আঁটি নেই, যা দেখে সকলে হতবাক। এমনও হয়! এমন আমও বাজারে রয়েছে, যার কোনও আঁটি (Seed) নেই।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Natural Addaa নামক একটি পেজ থেকে। নালায় দাঁড়িয়ে এক মহিলাকে দেখা গেল গাছ থেকে একের পর এক আম কাটতে। তাঁর সামনেই ছোট্ট একটি ভেলায় রাখা অনেকগুলি আম। লম্বা সেই আমগুলি দেখতে কিছুটা মালদার ফজলির মতোই। তবে সব আমগুলি কিন্তু তিনি কাটছিলেন না। ওই আমবাগানে এমনও কিছু গাছ রয়েছে, যেগুলিতে একটা কাপড় পরানো রয়েছে। মহিলা কেবল সেই আমগুলিকেই পারছিলেন।
View this post on Instagram
তাদের মধ্যেই একটা আম কেটে দেখালেন তিনি। সেই আমের ভিতরে একটি চামচ ঢুকিয়ে তিনি এ-ও দেখালেন যে তাতে শাঁস রয়েছে ঠিক কতটা পরিমাণে। তবে অবাক করার মতো বিষয়টি হল আমগুলির ভিতরে আঁটি নেই। তার থেকেও অবাক করার মতো বিষয়টি হল ওই আমের আর একটি টুকরো জলে পড়েও গেল! তা নিয়ে যেন মহিলা কোনও ভ্রুক্ষেপই করলেন না।
প্রায় 5 লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। প্রচুর মানুষ মজাদার সব মন্তব্য করেছেন। একজন বলছেন, “সব ঠিকাছে। কিন্তু যে অংশটা পড়ে গেল সেটা তুললেন না?” ভিডিয়োটি যে ভারতের নয়, তা নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। কিন্তু কোন দেশের তা জানা যায়নি। ওই মহিলাকে দেখে মনে হচ্ছে, ভিডিয়োটি চিনের। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখছেন, “আম কেবল ভারত, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানেই দেখা যায়। অন্যান্য দেশের আমগুলি স্বাদহীন, কেবলই দেখতে ভাল।”
তৃতীয় জন যোগ করলেন, “আঁটি নেই? এটা আসলে আমই নয়। প্লিজ়!! জিনগত ভাবে উপায়ে এই আম তৈরি করা হয়েছে।” সব মিলিয়ে এই আঁটিহীন আম নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা।