Viral Video: চোরের উপর বাটপাড়ি! স্কুটার চুরি করতে এসে নিজেদের স্কুটিও খোয়ালো চোরের দল..
Latest Viral Video: বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দু'টি চোর চুরি করতে এসেছিল একটি স্কুটারে করে। কিন্তু তখন এমন কিছু ঘটে, যার জন্য তাদের স্কুটারটিকে রেখে যেতে হয়। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
Viral Video Today: চোরেদের চুরি করার অনেক ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমনও অনেক ভিডিয়ো থাকে, যা দেখে আপনি শিউরে উঠবেন। আবার অনেক মজার ভিডিয়োও থাকে। কখনও চোর চুরি করতে এসে বিরাট মার খায়, আবার কখনও ধরাও পড়ে যায় হাতনাতে। কিন্তু কখনও কি এমন দেখেছেন বা শুনেছেন যে, চার গাড়ি চুরি করতে এসে নিজের দাড়িটাই দিয়ে চলে গিয়েছে। শুনেই হেসে উঠলেন তো? ভাবছেন এমন ভাল চোর কোথায় থাকে? আসলে ঘটনাটা একটু অন্যরকম। বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দু’টি চোর চুরি করতে এসেছিল একটি স্কুটারে করে। কিন্তু তখন এমন কিছু ঘটে, যার জন্য তাদের স্কুটারটিকে রেখে যেতে হয়। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখ যাচ্ছে, একটি বাড়ির দরজা খুলে দু’টি চোর ঢোকার চেষ্টা করছে। একটি চোর বাড়ির বাইরে। আর একজন স্কুটারটি নিয়ে পালানোর জন্য তৈরি হচ্ছে। কিন্তু ঠিক সেই সময়, বাড়ি থেকে স্কুটারের মালিক বেরিয়ে আসেন। আর বাইরে দাঁড়িয়ে থাকা চোরটি তা দেখে ভয়ে গাড়ি ঘোরাতে গিয়ে পড়ে যায়। তারপর দু’জনেই পালানোর চেষ্টা করে। সেখানে অনেক লোক চলে আসে। আর তাদের তাড়া করতে থাকতে। চোর দু’টিও স্কুটার ফেলে সেখান থেকে পালিয়ে যায়। চুরির এই মজার ভিডিয়োটি দেখে হাসি থামাতে পারেনি অধিকাংশ নেটিজ়েন।
Two thieves went to steal a motorcycle and ended up losing theirs. pic.twitter.com/BOSpL2PAjV
— CCTV IDIOTS (@cctvidiots) April 29, 2023
এই ভিডিয়োটি ‘@cctvidiots’ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়ার পর থেকে ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত লক্ষ লক্ষ লাইক হয়েছে এবং এটি অনেকবার শেয়ারও করা হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “চুরি করতে গিয়ে নিজের স্কুটারটাও গেল।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “এমন দিনে দুপুরে চুরি করছে, তা দেখেই আমি অবাক।”