Viral Video: শাড়ি পরে আইস স্কেটিং! ইনস্টাগ্রামে ভাইরাল এই ভারতীয় মহিলা, দেখুন সেই ভিডিয়ো

Latest Viral Video: যারা ভাবেন মহিলারা কেবল পশ্চিমী পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা একবার এই ভিডিয়োটি দেখতেই পারেন।

Viral Video: শাড়ি পরে আইস স্কেটিং! ইনস্টাগ্রামে ভাইরাল এই ভারতীয় মহিলা, দেখুন সেই ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 9:30 AM

Viral Video Today: শাড়িতে সমস্যা চলাফেরায়, এমনটাই মনে করেন বহু মহিলাই। আবার অনেকে শাড়িকেই পছন্দের পোশাকের লিস্টে রাখতে বরাবর পছন্দ করেন। যেখানে শাড়ি পরে ট্রেনে বাসে যাতায়াত করতে মানুষের সমস্যা, সেখানে এমন একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখেলে আপনি চোখ ফেরাতে পারবেন না। শাড়িতে যে স্টান্ট হয়, সে কথা আগেও বহু বার প্রমাণিত হয়েছে বিভিন্ন ভিডিয়োয়। শাড়িকে ভারতীয় ঐতিহ্যের সবচেয়ে সুন্দর পোশাক বলা হয়। কিন্তু বর্তমানে তার পাঠ প্রায় উঠেই গিয়েছে। যদিও তার একটি কারণ হল মানুষের ব্যস্ততা। যারা ভাবেন মহিলারা কেবল পশ্চিমী পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা একবার এই ভিডিয়োটি দেখতেই পারেন। এমন অনেকেই আছেন যারা বিশ্বাস করেন যে, শাড়িতে মহিলাদের পক্ষে স্টান্ট করতে পারা সম্ভব নয়। তারা এই ভিডিয়োটি দেখলে ভুল প্রমানিত হবেন।

ভিডিয়োয় শাড়ি পরা এক মহিলাকে তুষারময় জায়গায় স্কিইং করতে দেখা যাচ্ছে। আপনার মনে হতে পারে এত অনেকেই করে। কিন্তু আপনি যখন ভিডিয়োটি দেখা শুরু করবেন, তখনই চমকে উঠবেন। পরনে গোলাপি রঙয়ের শাড়ি, আর বেশ সাবলীলভাবেই স্কিইং করে পারি দিচ্ছেন বহু রাস্তা। ভিডিয়োয় দেখা যাওয়া এই মহিলার নাম দিব্যা মাইয়া। দিব্যা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করেছেন।

View this post on Instagram

A post shared by Divya Maiya (@divyamaiya)

দিব্যার ভিডিয়ো সামনে আসার পর নেটিজ়েনরা তার প্রশংসা করছেন। বহু মানুষ ভিডিয়োয় কমেন্টও করেছেন। শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। একজন ব্যবহারকারী লিখেছেন, “মহিলা তার স্টান্ট দিয়ে মন জয় করেছেন।” আরও এক ব্যবহারকারী ক্যামেরাম্যানেরও প্রশংসা করেছেন। ওই ব্যক্তি লিখেছেন, ‘ক্যামেরাম্যানও ঠিক এই গতিতেই স্কিইং করেছেন। কিন্তু তার শটটা আমরা মিস করে গেলাম।”