Viral Video: চলন্ত ট্রাক্টরের নিচে স্টান্ট দেখাতে গিয়ে প্রাণ গেল এক যুবকের, মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল
Latest Viral Video: সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। আর প্রায় অনেকেই সেই স্টান্টের ভিডিয়ো করছিলেন। আর তখনই এমন একটি দুর্ঘটনা ঘটে যায়। তার ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। আর সামান্য কিছু লাইক শেয়ারের জন্য মানুষ এমন সব কাজ করে বসে, যাতে নিজের জীবনেরও পরোয়া করে না। আবারও এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গুরুদাসপুর জেলায় একটি গ্রামীণ ক্রীড়া ইভেন্টে ট্র্যাক্টর দিয়ে স্টান্ট করার সময় একজন 29 বছর বয়সী যুবকের প্রাণ যায়। এই ঘটনার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও কড়া ব্যবস্থা নেন। আর সেই মর্মান্তিক ঘটনার ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তির মৃত্যুর একদিন পরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সোমবার রাজ্যে ট্রাক্টর এবং কৃষিকাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম নিয়ে যাতে কোউ কোনওরকম স্টান্ট না করে, সেই জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন।
सावधान 🔴 आपका यह शोक हो सकता है मगर जिंदगी से बडा़ कुछ नही #Punjab : गुरदासपुर के बटाला में मेले में स्टंट कर रहे स्टंटमैन सुखमनदीप सिंह की ट्रैक्टर के नीचे आने से मौत हो गई। 29 साल के सुखमनदीप सिंह स्टंट करते वक्त अपने ही ट्रैक्टर के नीचे आ गए। pic.twitter.com/31MISor9IX
— Avinash Barala (@Avi_Mooknayak) October 29, 2023
কীভাবে ঘটল এমন দুর্ঘটনা?
শনিবার ফতেহগড় চুরিয়ানের সরচুর গ্রামে একটি মেলায় ট্রাক্টর নিয়ে স্টান্ট করছিলেন সুখমনদীপ সিং। আর তখনই এই দুর্ঘটনা ঘটে। স্টান্ট করার সময় সুখমনদীপ একটি ট্রাক্টরে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু ট্রাক্টরটি পিছনের টায়ারের ভরে দাঁড়িয়ে ছিল এবং এর ইঞ্জিন ঘুরছিল। এ সময় সুখমনদীপের একটি পা কাদায় আটকে যায় এবং তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে ট্রাক্টরের একটি চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়।
সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। আর প্রায় অনেকেই সেই স্টান্টের ভিডিয়ো করছিলেন। আর তখনই এমন একটি দুর্ঘটনা ঘটে যায়। তার ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।