Mini Bullet Video: রাজধানীর রাজপথ কাঁপাচ্ছে এই পিঙ্কি মিনি বুলেট, নেটিজ়েনরা দিলেন আদরের নাম
Mini Bullet Viral Video: ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, 'পিঙ্কি'। পাশাপাশি ভিডিয়োতে এ-ও উল্লেখ করা হয়েছে যে, এরকম পিঙ্কি মিনি বুলেট ভারতে একটাই আছে। ভিডিয়োতে দেখা গেল, রাজধানীর রাজপথে গোলাপি রঙের বুলেটটি চালাচ্ছেন এক ব্যক্তি। সাধারণ সাইকেলের থেকে আকারে ছোট এই বুলেটটি বেশ আরামের সঙ্গেই চালাচ্ছিলেন ওই চালক। ক্ষুদ্র এই দু-চাকার অসাধারণ লুক ও ডিজ়াইন অসংখ্য পথচারীর দৃষ্টি আকর্ষণ করেছিল।
Pink Mini Bullet: মিনি বুলেট দেখেছেন কখনও? নেটপাড়ার লোকজন কিন্তু দেখে ফেলল। দিল্লির রাস্তায় চক্কর কাটতে থাকা সেই মিনি বুলেটের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বুলেট যে এত ছোট হতে পারে, তা নিয়ন্ত্রণ করা কতটা সুবিধাজনক হতে পারে এবং তার লুকও কতটা চমকপ্রদ হতে পারে, তা দেখার পরে চমকে গিয়েছেন নেটিজ়েনরা।
Rammy Ryder নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘পিঙ্কি’। পাশাপাশি ভিডিয়োতে এ-ও উল্লেখ করা হয়েছে যে, এরকম পিঙ্কি মিনি বুলেট ভারতে একটাই আছে। ভিডিয়োতে দেখা গেল, রাজধানীর রাজপথে গোলাপি রঙের বুলেটটি চালাচ্ছেন এক ব্যক্তি। সাধারণ সাইকেলের থেকে আকারে ছোট এই বুলেটটি বেশ আরামের সঙ্গেই চালাচ্ছিলেন ওই চালক। ক্ষুদ্র এই দু-চাকার অসাধারণ লুক ও ডিজ়াইন অসংখ্য পথচারীর দৃষ্টি আকর্ষণ করেছিল।
View this post on Instagram
গত 19 অক্টোবর ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। তারপর থেকে সেই ভিডিয়োর ভিউ 5.1 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। কমেন্ট সেকশন উপচে পড়ছে নেটিজ়েনদের মজাদার কমেন্টে। কেউ জানতে চেয়েছেন, এই কিউট ছোট্ট বাইক তাঁরা কোথা থেকে কিনবেন। কেউ আবার ভালবেসে বাইকের নাম রেখেছেন, ‘বার্বি বুলেট’। কেউ তো আবার আদর করে এটিকে ‘ন্যানো মোটরসাইকেল’ বলেই ডাকতে শুরু করেছেন।
বাইকটিকে রাস্তায় চলতে দেখে ট্রাফিক পুলিশের কী প্রতিক্রিয়া ছিল, তা-ও ফুটে উঠেছে ভিডিয়োতে। কমেন্ট সেকশনেই আবার @ncr_motorcycles নামক একটি ইউটিউব পেজের লিঙ্ক উঠে এসেছে। সেখান থেকেই জানা গিয়েছে, কীভাবে এই বুলেটটি তৈরি করা হয়েছিল। জানলে অবাক হবেন, মিনি পিঙ্ক বুলেটটি কোনও কারখানায় তৈরি মডেল নয়। বন্ধ হয়ে যাওয়া অ্যাক্টিভা স্কুটারের এটি একটি সৃজনশীল রূপান্তর। র্যামি রাইডার নামের ব্যবহারকারী নিজেই এই মডেলটি তৈরি করেছিলেন।