Viral Video: তৃণভোজী তকমা সরিয়ে ‘মাংস’ উদরস্থ করল হরিণ, বিশ্বাস না হলে দেখুন এই ভিডিয়ো
Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে অধিকাংশ নেটিজ়েনরা অবাক হয়েছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে অনেক লাইক আর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন।
Viral Video Today: হরিণ কি তৃণভোজী প্রাণী নাকি মাংসাশী? এই প্রশ্নের উত্তর প্রায় সবারই জানা। হরিণকে কেউই হয়তো কখনও মাংস খেতে দেখেনি। গাছ পালা আর ঘাস খেয়েই জীবন কাটায় তারা। কিন্তু কখনও কি এটা ভাবা যায় যে, একটি হরিণ মাংস খাচ্ছে। শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন এমন আবার হয় নাকি? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি হরিণকে আস্ত সাপ খেতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিয়োটি এক সোশ্যাল মিডিয়া ইউজ়ার শেয়ার করেছেন। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ভারতীয় বন সেনা অফিসার সুশান্ত নন্দাও হরিণ সাপ খাওয়ার ভিডিয়োটি টুইট করেছেন। তিনি টুইট করে লিখেছেন, ‘ক্যামেরা আমাদের প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। হ্যাঁ, এমনকি নিরামিষাশী প্রাণীরাও মাঝে মাঝে সাপ খায়। সাপ খাওয়ার এই ভিডিয়োটি প্রমান করেছে, এমন কোনও ধারণা নেই যে, হরিণ কেবল ঘাস খায়। সুযোগ পেলে হরিণ অন্যান্য প্রাণীও খেতে পারে। তারা নিমেষে মাংসাশী হয়ে উঠতে পারে।”
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলে একটি হরিণ দাড়িয়ে আছে। আর সেখানে সাফারি করতে যাওয়া কেউ সেই হরিণটির ভিডিয়ো করেছে। প্রথমে আপনি হরিণটিকে দেখে কিছুই বুঝতে পারবেন না। কিন্তু একটুক্ষণ পরে বুঝতে পারেবন, সে একটি সাপ ধরেছে। আর তার মুখ থেকে ঝুলছে সাপটি। সেও সাপটিকে বেশ চিবিয়ে খাচ্ছে। ঘাস ছেড়ে এভাবে সাপ খেতে দেখে হতবাক সেখানে উপস্থিত পর্যটকরা। হরিণকে এভাবে সাপ মেরে খেতে আপনি আগে কখনও দেখেছেন?
Cameras are helping us understand Nature better. Yes. Herbivorous animals do eat snakes at times. pic.twitter.com/DdHNenDKU0
— Susanta Nanda (@susantananda3) June 11, 2023
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে অধিকাংশ নেটিজ়েনরা অবাক হয়েছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে অনেক লাইক আর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এমন কাণ্ড আগে কখনও দেখিনি।” আরও এক ব্যক্তি বলেছেন, “খিদে পেলে ওরা নিজেদের বাঁচিয়ে রাখার জন্য সব খেতে পারে।”