Viral Video: ফ্ল্যাটের ব্যালকনিতে ঝুলছে শিশু, স্পাইডারম্যানের মতো তরতরিয়ে উঠে প্রাণ বাঁচালেন এক ব্যক্তি
Latest Viral Video: এই ভিডিয়োটি টুইটারে @MadVidss নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র 33 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 31 হাজারের বেশি ভিউ হয়েছে। আর শত শত মানুষ ভিডিয়োটিতে লাইক দিয়েছেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন।
Viral Video Today: পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের জীবনের বাজি রেখে অন্যকে বাঁচান। তার অনেক ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই সব মানুষ কাউকে সমস্যায় পড়তে দেখলে, তাকে সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করেন। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে একটি বাচ্চা উঁচু বিল্ডিং-এর চারতলা থেকে ঝুলছিল। কিন্তু কিছু করেই তাঁকে উপরে ওঠানো যাচ্ছিল না। সেই সময় এক ব্যক্তি সেখানে এসে হাজির হয়। তিনি স্পাইডার ম্যানের মতো কোনও সাপোর্ট ছাড়াই এক এক তলা উঠতে থাকেন। আর এই দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজেনের।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্পাইডার-ম্যানের মতো রেলিং বেয়ে বেয়ে উপরে উঠছেন ওই ব্যক্তি। তিনি কয়েক সেকেন্ডের মধ্যে একতলা থেকে চারতলায় পৌঁছে গেলেন। তারপরে রেলিং থেকে ঝুলন্ত শিশুটিকে টেনে তুলে নিলেন। তার এমন সাহস দেখে হতবাক নেটিজ়েনরা। ভিডিয়োটিতে শোনা যাচ্ছে, বিল্ডিং-এর নিচে অনেক লোক জমে আছে। আর তারা ওই ব্যক্তির অমন আচরণ দেখে হাততালি দিয়েছেন।
Man climbs up the side of a building to save child that’s hanging off the edge of the balcony pic.twitter.com/0POaCIkoiK
— MadVids (@MadVidss) August 31, 2023
এই ভিডিয়োটি টুইটারে @MadVidss নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র 33 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 31 হাজারের বেশি ভিউ হয়েছে। আর শত শত মানুষ ভিডিয়োটিতে লাইক দিয়েছেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। কেউ কেউ বলছেন, “এই ব্যক্তি সত্যিই স্পাইডার ম্যান”। আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এনার মতো মানুষেরা এখন রয়েছে বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর।” আরও একজন লিখেছেন, “উনি একবারও নিজের কথা ভাবেননি। বাচ্চাটিকে অমন পরিস্থিতিতে দেখে সাহায্য করতে এগিয়ে এসেছেন।”