Viral Video: এই দোকানে পরোটা খেলে আর দেখতে হবে না, ভাজা হচ্ছে তেলের পুকুরে!
Latest Viral Video: বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে পরোটায় এমনভাবে মাখন ব্যবহার করা হচ্ছে, যা দেখে আপনি আর ভুলেও এক্সট্রা মাখন চাইবেন না।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফুড ব্লগারদের দেখা যায় ব্লগিং করতে, তার মধ্য়ে কিছু খাবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। বিরিয়ানি সিঙাড়া থেকে শুরু করে চাউমিন ওমলেট, সবকিছুই। কয়েকদিন আগেই ম্যাঙ্গো পিৎজা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। লাইন পড়ে গিয়েছিল দোকানের বাইরে এই ম্যাঙ্গো পিৎজা খাওয়ার জন্য। যদিও অনেকেই ফাস্ট ফুড থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন। আবার এমনও অনেকে আছেন, যারা বাইরে বেরলেই বিভিন্ন ধরনের ফাস্ট ফুড চেখে দেখেন। কেউ একটু এক্সট্রা বাটার, চিজ় চেয়ে নেন নিজের ইচ্ছে মতো। কিন্তু বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে পরোটায় এমনভাবে মাখন ব্যবহার করা হচ্ছে, যা দেখে আপনি আর ভুলেও এক্সট্রা মাখন চাইবেন না। এমনভাবে পরোটা ভাজা দেখে আপনার চোখ কপালে উঠবে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি পরোটা বানাচ্ছেন। কিন্তু এই পরোটা সাধারণ পরোটার মতো সামান্য তেলে সেঁকা নয়। বরং প্রচুর মাখনে ভাজা হচ্ছে। প্রথমে পরোটাটা চাটুতে দিয়ে, তারপরে তার উপর প্রচুর মাখন দিয়ে দেওয়া হচ্ছে। তেল আর মাখন সব মিলিয়ে পরোটাটাকে তাতে চুবিয়ে ভাজা হচ্ছে। এই ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজ়েনের।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটি ‘অফিসিয়ালসহিহাই’ নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক ও ভিউ হয়েছে এতে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এই পরোটা খেলে হার্ট অ্যাটার্ক নিশ্চিত।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “বিষের দরকার নেই, শুধু এই একটি পরোটাই যথেষ্ট।”