Viral Video: প্রাণঘাতী মজা! গাড়ির মধ্যে বসে থাকা যুবকের গায়ে শব্দবাজি ছুড়ে দিলেন এক ব্যক্তি, তারপর যা হল…
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকেই প্রচুর মানুষ দেখেছে। এখনও পর্যন্ত 2.8 মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্ট করেন। এক ব্যক্তি লিখেছেন, "আমি কিছুতেই বুঝতে পারলাম না, লোকটি এমন বোকার মতো কাজ কেন করল।"
Viral Video Today: অনেক সময় কারও সামান্য মজার ছলে করা কাজ, অন্য কোনও ব্যক্তির জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এটা ক’জন মানুষই বা বোঝে। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ধরনের ভিডিয়ো ভাইরাল হয়। দীপাবলির সময় আতশবাজির কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা আপনি নিশ্চয়ই অনেক শুনেছেন। সম্প্রতি সেই বাজিকে কেন্দ্র করেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠবেন। এই ভিডিয়োয় একটি গাড়ির ভিতরে একটি বোমা ছুঁড়ে দেয় এক ব্যক্তি। তারপরে এমন কিছু ঘটে, যা হয়তো আপনি ভাবতেও পারবেন না। ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকেই প্রচুর মানুষ দেখেছে। এখনও পর্যন্ত 2.8 মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাল গাড়িতে গেট খুলে বসে আছেন এক ব্যক্তি। আশেপাশে আরও কিছু লোক রয়েছে। এরপর হঠাৎই অন্য একজন একটি বোমা জ্বালিয়ে তার ওপর ছুড়ে মারে। তার শরীর ছুঁয়ে বোমাটি গাড়ির ভেতরে পড়েছিল। এর পরে, লোকটির মনে হয়েছিল যে বোমাটি গাড়ির বাইরে পড়েছে। তাই তিনি গাড়িটি ভিতর থেকে লক করে দেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই বিরাট বিস্ফোরণ হয়। গাড়ির কাচ ভেঙে ছিটকে দূরে গিয়ে পড়ে। বিস্ফোরণের ফলে গাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরতে শুরু করে। ভিডিয়োটির কমেন্টে একজন জানিয়েছেন, গাড়িতে বসে থাকা ব্যক্তির মৃত্যু হয়েছে।
WTF pic.twitter.com/fT0V8yDUdA
— Clown World ™ ? (@ClownWorld_) July 6, 2023
ভিডিয়োটি ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্ট করেন। এক ব্যক্তি লিখেছেন, “আমি কিছুতেই বুঝতে পারলাম না, লোকটি এমন বোকার মতো কাজ কেন করল।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ওই ব্যক্তি যদি গেট লক না করে গাড়ি থেকে বেরিয়ে আসতেন, তাহলে তিনি নিরাপদ থাকতেন।”