Viral Video: কুকুর-বিড়াল ছেড়ে প্রকাণ্ড এক সিংহ পুষেছেন এই ব্যক্তি, একেবারে গলায় গলায় ভাব!
Latest Viral Video: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে wildlife011 নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 38 হাজারেরও বেশি বার দেখা হয়েছে। একইসঙ্গে শত শত মানুষ ভিডিয়োটিতে লাইক ও বিভিন্ন কমেন্ট করেছেন।
Viral Video Today: পোষ্য প্রাণীদের অনেক কাণ্ড কারখারনাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পাখি থেকে শুরু করে অদ্ভুত সব পশুদের পোষ্য হিসেবে বাড়িতে রাখেন অনেকেই। বিভিন্ন প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্ব সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে। কিন্তু প্রকাণ্ড সিংহের সঙ্গে মানুষের এত ভাব? শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন জঙ্গলে ছাড়া সিংহের সঙ্গে কীভাবে মানুষের এত ভাব হতে পারে? বর্তমানে জঙ্গলের অনেক প্রাণীদের পোষেন অনেকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। মানুষের সঙ্গে সিংহের বন্ধুত্ব দেখে অধিকাংশ নেটিজেন অবাক হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি হিংস্র সিংহের সঙ্গে জঙ্গলে বসে রয়েছে। তাদের বন্ধুত্ব অতুলনীয়। এমন দৃশ্য আপনি খুব কমই দেখেছেন হয়তো। ব্যক্তিটি মাটিতে শুয়ে আছে এবং একটি বিশাল সিংহও তার সামনে বসে আছে। সিংহটি ভালবেসে প্রথমে তার মাথা চাটে এবং তারপর তার উপর এগিয়ে যায়। লোকটিও সিংহটির গায়ে হাত বোলাতে শুরু করে। আপনি আগে কখনও এমন ভিডিয়ো দেখেছেন?
View this post on Instagram
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে wildlife011 নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 38 হাজারেরও বেশি বার দেখা হয়েছে। একইসঙ্গে শত শত মানুষ ভিডিয়োটিতে লাইক ও বিভিন্ন কমেন্ট করেছেন। এক ব্যক্তি কমেন্টে বলেছেন, “এই সিংহটিই একদিন ওনাকে খেয়ে ফেলবে, তা উনি বুঝতেই পারছেন না।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “মানুষ এবং প্রাণীর এমন অনেক ভিডিয়ো আগে ভাইরাল হয়েছে। এটাই প্রথম নয়।”