হাওড়ায় দিনেদুপুরে শুটআউট, বাবার পর ছেলেকেও গুলি করে হত্যা!
বাবার হত্যা মামলায় সাক্ষী ছিলেন বিশাল, এবার তাঁকেও গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা।
হাওড়া: ঘুসুড়িতে দিনেদুপুরে শুটআউট। মৃত্যু হল এক বছর বাইশের তরতাজা যুবকের।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর তিনটে নাগাদ ঘুসুড়ির গোসাইঘাচট অঞ্চলে বাড়ির সামনেই বিশাল মাহাতো নামে বছর ২২-এর যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বিশালের বুকে এসে লাগে একটি গুলি। হঠাৎ বুলেটের শব্দে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই বাইকে উঠে চম্পট দেয় আততায়ীরা। তড়িঘড়ি অকুস্থল থেকে যুবককে উদ্ধার করে স্থানীয়রা হাওড়া হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা দেখে কলকাতার হাসপাতালে স্থানান্তর করে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দিনেদুপুরে এই গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল এবং আততায়ীদের সন্ধানে ইতিমধ্যেই তদন্তে নেমেছে মালি পাঁচঘড়া থানার পুলিশ। মৃতের পারিবারিক সূত্রে খবর, গত বছর দুর্গাপুজোর সময় বিশালের বাবাকেও এভাবেই গুলি করে হত্যা করা হয়। পারিবারিক শত্রুতার জেরে ওই খুন বলে অভিযোগ ওঠে। বাবার মৃত্যু মামলায় সাক্ষী ছিলেন বছর বাইশের যুবক। এখন তাঁকেও গুলি করে হত্যা করল আততায়ীরা। এই ঘটনায় এক প্রতিবেশীর দিকে অভিযোগের আঙুল তুলেছে বিশালের পরিবার। এখন গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।