চার মাসের ব্যবধানে আবারও সেই একই তৃণমূল নেতাকে প্রকাশ্যেই পরপর গুলি! ক্ষোভে ফুঁসছে হাওড়া
ভোট আবহে হাওড়ার শ্যুটআউট (Howrah Shootout)। এবার শালিমারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ।
হাওড়া: ভোট আবহে হাওড়ার শ্যুটআউট (Howrah Shootout)। এবার শালিমারে তৃণমূল (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ। শনিবার রাতে শালিমার (Shalimar) ৫ নম্বর গেট লালকুটির সামনে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শনিবার রাতে লালকুটি এলাকাতেই মাঠের ধারে বসে মোবাইলে গেম খেলছিলেন ভোলা রায় নামে এক তৃণমূল কর্মী। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তিনটি বাইকে করে এসে দাঁড়ায়। ভোলা কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, আর বাকি দুটি তাঁর শরীরে লাগে। ঘটনার সময় ভোলার পাশে কেউ ছিলেন না। তবে অনেকে এলাকার মানুষই সেসময় মাঠের ধারে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। গুলির শব্দ ও ভোলার আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন তাঁরা। তাঁকে উদ্ধার করে এলাকারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে । প্রসঙ্গত, গত বছর ২৯ ডিসেম্বর হাওড়া শালিমারে দিনে দুপুরে শ্যুট আউটের ঘটনায় মৃত্যু হয় তৃণমূলের যুব নেতা ধর্মেন্দ্র সিংয়ের ও আহত হন তারই মোটর বাইকের পিছনে বসে থাকা সঙ্গী এই ভোলা রায়। গত বছর ডিসেম্বর মাসের ২৯ তারিখের এই ঘটনায় হাওড়া সিটি পুলিশ ও বি গার্ডেন থানার পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে তিন জনকে বর্ধমান, ডানকুনি ও হুগলি থেকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: EXCLUSIVE: শীতলকুচিতে বাহিনীর গুলিতে মৃত্যু হয়নি চার ব্যক্তির, প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট
তদন্তে উঠে আসে, প্রমোটিং এবং জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছিল। মঙ্গলবার রাতে আবারও সেই ভোলা রায়ের ওপরই হামলা হল। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকায় RAF মোতায়েন করা হয়েছে।