গ্রামের যুবকের লালসার শিকার ৭০’র বৃদ্ধা

বিয়ের পর পরই স্বামীকে হারিয়েছিলেন ওই মহিলা। বাপের বাড়ির লোকজন তাঁকে আর একাকী স্বামীর ভিটেয় পড়ে থাকতে দেননি। চলে আসেন মন্তেশ্বরে দুই দাদার কাছে।

গ্রামের যুবকের লালসার শিকার ৭০'র বৃদ্ধা
ছবি প্রতীকী।
Follow Us:
| Updated on: Nov 27, 2020 | 8:56 AM

TV9 বাংলা ডিজিটাল: বছর চারেক আগে বর্ধমান (Burdwan) রেল স্টেশনের কাছে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে হইচই পড়ে গিয়েছিল। অভিযোগ, চা খাওয়ানোর নাম করে তাঁকে স্থানীয় পরিত্যক্ত জায়গায় ধর্ষণ করেন এক যুবক। বর্ধমান (Burdwan)-এ আবারও সেই ঘটনা। এবার ঘটনাস্থল কালনার মন্তেশ্বর। মন্তেশ্বর থানা এলাকার বছর ৭০-এর ওই বৃদ্ধাকে গ্রামেরই এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। কালনা (Kalna) মহকুমা আদালত তাকে পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর পরই স্বামীকে হারিয়েছিলেন ওই মহিলা। বাপের বাড়ির লোকজন তাঁকে আর একাকী স্বামীর ভিটেয় পড়ে থাকতে দেননি। চলে আসেন মন্তেশ্বরে দুই দাদার কাছে। এরপর এতগুলো বছর দুই দাদার পরিবারের সঙ্গেই রয়েছেন। ভাগাভাগি করে দুই দাদা এই বোনের সব দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন: সন্তান না হওয়ায় গঞ্জনা, বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

গত বুধবার রাতে তাঁকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় যুবক সুবল দুর্লভের বিরুদ্ধে। এলাকায় জানাজানি হতেই থানায় খবর দেওয়া হয়। মন্তেশ্বর পুলিস গ্রেফতার করে সুবলকে। পাশাপাশি নির্যাতিতা ও অভিযুক্ত-দু’জনেরই শারীরিক পরীক্ষা করানো হয়েছে। কীভাবে একজন বৃদ্ধার সঙ্গে এমন পাশবিক ঘটনা ঘটানো হল তা ভেবে তাজ্জব এলাকার লোকজন। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তাঁরা।