ঘরের মধ্যে ঝুলছে ওড়নার ফাঁস লাগানো মহিলা স্বাস্থ্যকর্মীর দেহ! ‘প্রেমঘটিত কারণ’ অনুমান পুলিশের
মৃতার পরিবার জানিয়েছে, কাজের জন্যই আকলিমা বাইরে খাকতেন। মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতেন। এ মাসেও পাঠিয়েছিলেন। তবে হঠাৎ করে মেয়ে কেন 'আত্মঘাতী' হল তা তাঁদের জানা নেই।
দক্ষিণ দিনাজপুর: গলায় ওড়নার ফাঁস দিয়ে ‘আত্মহত্য়া’ (Suicide) করলেন গঙ্গারামপুর হাসপাতালের এক অস্থায়ী মহিলা স্বাস্থ্যকর্মী। মৃতার ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তাঁর দেহ। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর হাসপাতালের বটতলা এলাকায়। মহিলার মৃত্যু ঘিরে ধোঁয়াশা।
গঙ্গারামপুর হাসপাতাল (Gangarampur Hospital) সূত্রে খবর, মৃতা পঁচিশ বছরের তরুণী আকলিমা খাতুন হাসপাতাল চত্বরেই একটি ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন। হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে প্রায় বছরখানেক ধরে কাজ করছিলেন তিনি। অবিববাহিত আকলিমার আসল বাড়ি কুশমাণ্ডির শিবকৃষ্ণপুর এলাকায়। তবে কী কারণে তিনি ‘আত্মহত্যা’ করেছেন তা সম্পূর্ণ অজ্ঞাত।
মৃতার পরিবার জানিয়েছে, কাজের জন্যই আকলিমা বাইরে খাকতেন। মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতেন। এ মাসেও পাঠিয়েছিলেন। তবে হঠাৎ করে মেয়ে কেন ‘আত্মঘাতী’ হল তা তাঁদের জানা নেই। তবে, আকলিমার মৃত্যুর কারণ জানতে চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার।
প্রাথমিক তদন্তের পর গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গলায় ওড়নার ফাঁস দিয়ে মারা যান আকলিমা। প্রেমঘটিত কারণের জেরে এই মৃত্যু হতে পারে বলে অনুমান পুলিশের। যদিও, ঘর থেকে কোনও সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার হয়নি। তবে, বাড়িতে টাকা পাঠানো নিয়ে বা অন্য কোনও কারণে পরিবারের তরফে মৃতার উপর কোনও চাপ সৃষ্টি করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য় গঙ্গারামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলা হতে পারে এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: করোনা কেড়েছে প্রাণ, নেই স্মরজিৎ জানা, ‘অভিভাবকহীন’ লাখ লাখ যৌনকর্মী, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর