খবরের জের, বাথরুমে থাকা করোনা আক্রান্তকে সাহায্যের হাত বাড়াল স্বেচ্ছাসেবী সংস্থা

Tv9 বাংলা ডিজিটালে এই খবর ছড়াতেই বাথরুমে থাকা ওই করোনা আক্রান্ত রোগীকে সাহায্যের জন্য এগিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংস্থা।

খবরের জের, বাথরুমে থাকা করোনা আক্রান্তকে সাহায্যের হাত বাড়াল স্বেচ্ছাসেবী সংস্থা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 09, 2021 | 7:09 PM

ধূপগুড়ি: বাড়িতে জায়গা নেই। তাই করোনা আক্রান্ত যুবক বাধ্য হয়ে বাস করছেন শৌচাগারের পাশে ছোট্ট চানঘরে। সেখানেই তাঁর খাওয়া-দাওয়া, সেখানেই ঘুমোচ্ছেন। প্রশ্নের মুখে ওঠে প্রশাসনের ভূমিকা। Tv9 বাংলা ডিজিটালে এই খবর ছড়াতেই বাথরুমে থাকা ওই করোনা আক্রান্ত রোগীকে সাহায্যের জন্য এগিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংস্থা।

এদিন Tv9 বাংলা ডিজিটালে এই খবর প্রকাশিত হওয়ার পরেই করোনা পজেটিভ যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ধূপগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবোল তাবোল’-এর কর্মীরা। তাঁরা ফোন করে ওই পরিবারের সমস্যার কথা শোনেন। করোনা আক্রান্ত যুবক পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তিনি অসুস্থ হওয়ায় পরিবারের বাকি সদস্যরা কিছু কেনাকাটা করতে বাজারে যেতে পারছেন না। এই অবস্থায় দরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। ওই পরিবারের জন্য ১৫ দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন তাঁরা। এভাবে সাহায্য পেয়ে খুশি পরিবার।

জানা গিয়েছে, করোনা আক্রান্ত ওই যুবক ধূপগুড়ি একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায় কাজ করেন। গত ৬ মে যুবকের করোনা রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসক পরামর্শ দেন হাসপাতালে না থেকে বাড়িতে একান্তবাসে থাকলেই চলবে। কিন্তু নিরুপায় যুবকের পরিবার। একদিকে জরাজীর্ণ একচিলতে ঘর, তার উপর করোনা আক্রান্ত যুবকের স্ত্রী অন্তঃসত্ত্বা। হোম আইসোলেশন থাকবেন কোথায়? তাই বাধ্য হয়ে শৌচাগারের পাশে বাথরুমে ঠাঁই নেন তিনি।

আরও পড়ুন: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সংক্রমণের ভয়ে করোনা আক্রান্তের দিন কাটছে বাথরুমে! 

স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, “আমরা Tv 9 Bangla Digital এ খবর দেখার পরেই ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তাঁদের কী কী প্রয়োজন, সে সম্পর্কে কথা বলে কিছু খাদ্য সামগ্রী কিনে বাড়িতে পৌঁছে দিয়েছি। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছি আমরা। যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে যাতে আমাদের সাথে যোগাযোগ করে সেই কথা বলা হয়েছে পরিবারকে।”

এদিকে ওয়ার্ড কাউন্সিলর নমিতা রায়ের ওই যুবককে সেফ হোমে পাঠানোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।