Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটে এক আসনে ২৫ প্রার্থী, ছেপে বেরল খবরের কাগজের সাইজের ব্যালট পেপার
Panchayat Elections 2023: একেবারে এতজনের নামে ব্যালট পেপার ছাপার মত মেশিনও কার্যত অমিল গোটা জেলায়। তাতেই আরও বেড়েছে চাপ।
আলিপুরদুয়ার : পঞ্চায়েত সমিতির এক আসনেই দাঁড়িয়ে গিয়েছেন একেবারে ২৫ জন প্রার্থী। শুনতে অবাক লাগলেও এই ছবিই দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা পঞ্চায়েত সমিতির ১২ নম্বর আসনে। সূত্রের খবর, এই আসনেই নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গিয়েছেন ২২ জন প্রার্থী। প্রত্য়েকেই আবার স্কুলের শিক্ষক। ভোটের সময় ভোটের ডিউটি এড়াতেই তাঁরা নাকি ভোটে (Panchayat Election 2023) দাঁড়িয়ে গিয়েছেন। পাশাপাশি এই আসনে তিন রাজনৈতিক দল থেকে তিনজন প্রার্থী দাঁড়িয়েছেন। এই ২৫ প্রার্থীকে নিয়েই চিন্তায় জেলা প্রশাসন। বিপুল প্রার্থীর ব্যালট পেপার কীভাবে ছাপানো হবে তা নিয়ে চিন্তায় ছিলেন ব্লক প্রশাসনের কর্তারাও। তৈরি হয়েছে জটিলতা।
একেবারে এতজনের নামে ব্যালট পেপার ছাপার মত মেশিনও কার্যত অমিল গোটা জেলায়। তাতেই আরও বেড়েছে চাপ। এদিকে প্রশাসনের কর্তারা বলছেন নিয়ম অনুযায়ী তাঁদের ব্যালট পেপার ছাপাতে হবে জেলা থেকেই। কিন্তু, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না মেলায় ব্লক প্রশাসনের কর্তারা চাইলেও বাইরের জেলা থেকে ব্যালট পেপার ছাপিয়ে আনতে পারছিলেন না।
ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলছেন, “একেবারে ২৫ জন প্রার্থী ভোটে দাঁড়িয়ে গিয়েছেন। আমার চাকরি জীবনে এরকম কোথাও দেখিনি। এতজনের নামে ব্যালট পেপার ছাপার মতো অফসেট মেশিন খুঁজতে গিয়ে আমাদের কালঘাম ছোটে। শেষ পর্যন্ত আলিপুরদুয়ারে এরকম একটা প্রিন্টারের খোঁজ পাওয়া গিয়েছে। জেলাশাসকের অনুমতি নিয়ে অবশেষে ব্যালট পেপার ছাপানো হয়েছে। তেই সেই ব্যালট পেপাপের সাইজ একেবারে নিউজ পেপারের মতো।” এদিকে এক আসনে একেবারে ২৫ প্রার্থী নিয়ে জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলেও। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলছেন, “এটা অভাবনীয় ঘটনা। পুরোটাই শুনেছি। তবে যে ২২ জন নির্দল প্রার্থী হয়েছেন তাঁরা সবাই শিক্ষক বলে শুনেছি। ভোটের ডিউটি এড়াতে এটা করা ঠিক নয়। আর ভোটেরদেরও তাঁদের পছন্দের প্রার্থী খুঁজে পেতে সমস্যা হবে।”