Murder in Alipurduar: চুরি করে একবাটি মাংসই খেয়েছিল ছোটভাই, তা বলে দাদার এমন ‘শাস্তি’!
Alipurduar: নির্মল বৃহস্পতিবার মাংস এনে তাঁর স্ত্রীর হাতে তুলে দেন। তারপর চলে যান কাজে। রাতে কাজ থেকে নির্মলের ভাই উইলিয়ম ফিরে দেখেন রান্না করা মাংস রয়েছে।
আলিপুরদুয়ার: বড় ভাই সাধ করে মাংস বানিয়ে রেখেছিলেন। এক বাটি মাংস দিয়ে আয়েশ করে মদ্যপান করবেন। সেই সাধের মাংস চুরি করে খেয়ে নেয় তাঁরই ছোট ভাই । জানতে পেরেই ছোট ভাই কে বাঁশ দিয়ে বেধড়ক মেরে খুন করলেন দাদা। ঘটনাটি কুমারগ্রামের সংকোষ চা বাগানের প্রত্যন্ত এলাকায়। সামান্য একটু মাংসের জন্য বড় ভাই নির্মল ওরাওয়ের হাতে নৃশংস ভাবে ‘খুন’ হলেন ছোট ভাই উইলিয়াম।
স্থানীয়রা জানিয়েছেন, নির্মল বৃহস্পতিবার মাংস এনে তাঁর স্ত্রীর হাতে তুলে দেন। তারপর চলে যান কাজে। রাতে কাজ থেকে নির্মলের ভাই উইলিয়ম ফিরে দেখেন রান্না করা মাংস রয়েছে। তিনি সেই একবাটি মাংস খেয়ে নেন। ঘুমিয়েও পড়েন। এদিকে রাতে বাড়ি ফিরে আর মাংস পাননি নির্মল। স্ত্রীর থেকেই জানতে পারেন ভাই খেয়ে নিয়েছে মাংস! ব্যস! তারপরেই কার্যত ভাইকে পিটিয়ে মারেন নির্মল।
নির্মলের স্ত্রীর কথায়, “আমার স্বামী কাজে যাওয়ার আগে একটু মাংস এনে দিয়েছিল। বলেছিল বাড়ি এসে মাংস খাবে। তাই আমি মাংস রান্না করে রেখেছি। রাতের বেলা আমার বরের আগে দেওর ফিরে আসে। পুরোই নেশা করেছিল। রান্নাঘরে গিয়ে মাংস দেখে খেতে শুরু করে। আমি বারণ করেছিলাম, শোনেনি। সব মাংস খেয়ে নেয়। এদিকে রাতে আমার বর এসে মাংসের খোঁজ করল…তখন কী বলব। যা সত্যি তাই বললাম। তারপরেই তো বাঁশ নিয়ে ভাইকে মারতে ছুটল। মারতে মারতে যে মেরে ফেলবে তা বুঝিনি।”
কিন্তু, মারধরের পরে যদিও নির্মল বোঝেননি,উইলিয়ম মারা গিয়েছেন। কুমারগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে জানানো হয়, মাথায় মারার জন্যই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই শুক্রবার সকালে নির্মলকে গ্রেফতার করে কুমারগ্রাম থানার পুলিশ। উইলিয়ামের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতালে। ইতিমধ্যেই নির্মলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মাথায় গুরুতর আঘাত লেগেই মৃত্যু হয়েছে উইলিয়মের। ধৃত নির্মলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা