Alipurduar: শরীরে আলো পড়তেই নড়েচড়ে উঠল, মাঝরাস্তায় হাড়হিম করা কাণ্ড অজগরের

Alipurduar: রাস্তায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যার জেরে মুহূর্তে যানজট হয়ে যায়। এরপরই খবর দেওয়া হয় বনদফতরে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা আসেন ঘটনাস্থলে। তাঁরাই প্রায় ১৪ ফুট লম্বা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।

Alipurduar: শরীরে আলো পড়তেই নড়েচড়ে উঠল, মাঝরাস্তায় হাড়হিম করা কাণ্ড অজগরের
অজগরকে উদ্ধার করে বনদফতর। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 12:03 AM

আলিপুরদুয়ার: রাস্তা আটকে কিলবিল করছে ১৪ ফুটের অজগর। ভয়ে সাধারণ মানুষের তো প্রাণপাখি ফুরুৎ হওয়ার জোগাড়। এক অজগরেই কার্যত বন্ধ করে দিল রাস্তায় যান চলাচল। রাতের অন্ধকারেই শুরু হইহই। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় রবিবার এই ঘটনা ঘটে। রাস্তায় দু’ ধারে গাড়ির লম্বা লাইনও পড়ে যায়।

এদিন হাসিমারা এলাকায় আলিপুরদুয়ারগামী সড়কে বিশালাকার অজগর চলে আসে। তাতেই ঘটে বিপত্তি। রাস্তার মাঝেই ছিল অজগরটি। পাশের জঙ্গল থেকে সেটি বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন বনদফতরের আধিকারিকরা। তবে রাতেরবেলায় এমন দৃশ্যে শোরগোল শুরু হয়।

রাস্তায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যার জেরে মুহূর্তে যানজট হয়ে যায়। এরপরই খবর দেওয়া হয় বনদফতরে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা আসেন ঘটনাস্থলে। তাঁরাই প্রায় ১৪ ফুট লম্বা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।

মাঝেমাঝেই ডুয়ার্সের মাদারিহাট, কালচিনি ব্লকে বিশালাকার অজগরের দেখা মেলে। কখনও কখনও লোকালয়েও ঢুকে পড়ে। এবার জঙ্গল ছেড়ে রাস্তায় উঠে আসায় আরেক বিপত্তি। বনকর্মীরা জানিয়েছেন, রাতেই অজগরকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।