আর দূরে নয় চিন, হাসিমারার ছাউনিতে দাপানো শুরু করল রাফাল
Rafale Fighter Jet: বায়ুসেনা সূত্রে খবর, বুধবার বিকেলের দিকে উত্তরবঙ্গে বিমানগুলি এলে জলকামান দিয়ে স্বাগত জানানো হয়। পুনর্গঠিত ১০১ স্কোয়াড্রনে সরকারিভাবে রাফালের ওই ছয়টি যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করা হয়।
আলিপুরদুয়ার: বহু প্রতীক্ষিত এবং বিতর্কিত ফরাসি যুদ্ধবিমান রাফাল এসে পৌঁছল ভারতে। প্রায় ৬টি যুদ্ধবিমান বুধবার উত্তরবঙ্গে হাসিমারার বায়ুসেনা ঘাঁটিতে রাখা হল। অম্বালার পর হাসিমারাতেই রাফালের (Rafale) দ্বিতীয় স্কোয়াড্রন। সরকারিভাবে, বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়ার উপস্থিতিতে এদিনই ‘ইনডাকশন’ হয়ে গেল রাফাল যুদ্ধবিমানের।
বায়ুসেনা সূত্রে খবর, বুধবার বিকেলের দিকে উত্তরবঙ্গে বিমানগুলি এলে জলকামান দিয়ে স্বাগত জানানো হয়। পুনর্গঠিত ১০১ স্কোয়াড্রনে সরকারিভাবে রাফালের (Rafale) ওই ছয়টি যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করা হয়। কেন হাসিমারার সৈন্যঘাঁটিতেই এই যুদ্ধবিমান গুলি রাখা হল, সে প্রসঙ্গে সংশ্লিষ্ট মহলের অনেকের অনুমান, হাসিমারার চেয়ে খানিক দূরেই রয়েছে দুই পড়শি রাষ্ট্রের সীমানা। একদিকে বাংলাদেশ, অন্যদিকে চিন। ২০২০ সালে সীমান্তকে কেন্দ্র করেই ভারতের সঙ্গে বিবাদে জড়িয়েছিল চিন। সেই সংঘর্ষ মিটলেও ‘ঠাণ্ডা যুদ্ধ’ এখনও শেষ হয়নি। ‘ছাইচাপা আগুনের’ মতো যে-কোনও সময়েই ফের সেই দ্বন্দ্বের ‘রক্তক্ষয়ী প্রকাশ’ ঘটতে পারেই বলেই অনুমান ওয়াকিবহাল মহলের। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কেও ‘নজর’ দিয়েছে চিন। যা খুব ভালভাবে মেনে নিতে পারছে না ভারত। তাই ভেবেচিন্তেই হাসিমারাতেই যুদ্ধবিমান রাখার সিদ্ধান্ত বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
এদিন, আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিমানকে স্বাগত জানাতে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার এওসি-ইন-সি এয়ার মার্শাল অমিত দেব। বায়ুসেনা প্রধান জানিয়েছেন, অনেক ভাবনা চিন্তার পরেই হাসিমারায় রাফাল বিমান (Rafale) মোতায়েন করা হচ্ছে। এরফলে, পূর্বাঞ্চলে বায়ুসেনার শক্তি বৃদ্ধি পাবে বলেই মনে করছেন এয়ার চিফ মার্শাল। আরও পড়ুন: Exclusive Manoj Jha: মমতা বড় নাম, তবে মুখের রাজনীতি চান না আরজেডি-র ‘ভাইরাল সাংসদ’ মনোজ ঝাঁ