Raigunj: রবিবার দিনভর বড় চক্র ‘খেলল’? বিভিন্ন জেলা থেকে এক অভিযোগ…

Uttar Dinajpur: রবিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ‘অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি’ বা এএনএম ও জিএনএম বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের পরীক্ষা ছিল রবিবার। পরীক্ষা চলাকালীনই ৯ জনের থেকে মোবাইল উদ্ধার হয়। তাতে মেসেজের আদান প্রদান হয় বলে দাবি করেন কলেজের অধ্যক্ষ।

Raigunj: রবিবার দিনভর বড় চক্র 'খেলল'? বিভিন্ন জেলা থেকে এক অভিযোগ...
৯ জনকে আটক করা হয়েছে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2024 | 7:26 PM

উত্তর দিনাজপুর: নার্সিং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় টুকলির অভিযোগ উঠল রবিবার। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকে প্রশ্ন-উত্তর আদান প্রদানের অভিযোগ উঠল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। মোবাইলে মেসেজ-সহ ধরা পড়ে ৯ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে ৫ জন মহিলা, ৪ জন পুরুষ পরীক্ষার্থী। মোবাইল সমেত ৯ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ‘অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি’ বা এএনএম ও জিএনএম বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের পরীক্ষা ছিল রবিবার। পরীক্ষা চলাকালীনই ৯ জনের থেকে মোবাইল উদ্ধার হয়। তাতে মেসেজের আদান প্রদান হয় বলে দাবি করেন কলেজের অধ্যক্ষ। বিষয়টি নজরে আসা মাত্রই পুলিশকে জানানো হয়। পুলিশ তাঁদের আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায়।

রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় চন্দন রায় বলেন, “আজ এএনএম জিএনএম ২০২৪ এর সিট পড়েছিল। ৬০০ জনের সিট পড়েছিল। ৪৮৪ জন পরীক্ষায় বসেন। এরমধ্যে ৯ জনকে মোবাইল সমেত ধরতে পারি। সেই ফোনের মাধ্যমে মেসেজ আদানপ্রদান হয়েছে। এটা ক্রিমিনাল অফেন্স। আমরা এ ব্যাপারটা খুব লঘুভাবে নিচ্ছি না। হয়ত এদের পিছনে মাস্টার মাইন্ড অন্য কেউ। কোনও চক্র হয়ত তৈরি হচ্ছে। এই অসাধু চক্রের জন্য হয়ত যোগ্যরা জায়গা পাচ্ছেন না।”

শুধু দিনাজপুরই নয়, মালদহ, বীরভূম-সহ একাধিক জেলা থেকে এই ধরনের অভিযোগ এসেছে। রবিবার দিনভর রাজ্যজুড়েই কি এই চক্র খেলল, উঠছে সে প্রশ্নও।