Asansol Arms Recovered: আসানসোলে উপনির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

Asansol Arms Recovered: লোয়ার কেশিয়ার পিছনে ছাতিম বাগানে বাইক-সহ ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করেছে।

Asansol Arms Recovered: আসানসোলে উপনির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
আসানসোলে অস্ত্র উদ্ধার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2022 | 7:34 AM

আসানসোল: সালানপুর জামুড়িয়া ও কুলটি থেকে তিন দুস্কৃতী ধৃত। উদ্ধার ৩ টি পাইপগান, ৭ রাউন্ড গুলি। আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে গোটা শিল্পাঞ্চল জুড়ে পুলিশের নজরদারি ও ধরপাকড় চলছে। পাইপগান ও গুলি-সহ এক দুস্কৃতীকে গ্রেফতার করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ধৃত ব্যক্তির নাম জয়ন্ত সরকার, বাড়ি জিতপুর উত্তররামপুর গ্রাম পঞ্চায়েতের নামোকেশিয়া এলাকায়। লোয়ার কেশিয়ার পিছনে ছাতিম বাগানে বাইক-সহ ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করেছে।

অন্যদিকে, সালানপুরের পরে জামুড়িয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৫ রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল এক যুবককে। ধৃতের নাম মহম্মদ সাজ্জাদ ওরফ রাজা। জামুড়িয়া থানার পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ নজরদারি ও তল্লাশি চালাচ্ছিল। সেই সময় সন্দেহ জনকভাবে এক যুবককে জামুড়িয়া বাজার এলাকায় ঘোরাফেরা করছিল। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৫ রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। জানা গিয়েছে ধৃত যুবক জামুড়িয়ার নীচু সেন্টার এলাকার বাসিন্দা। বুধবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে হাজির করলে বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে তার জামিন নাকচ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

একইভাবে কুলটি বরাকর ফাঁড়ি এলাকায় এক দুস্কৃতীকে গ্রেফতার করে। একটি রাউন্ড গুলি একটি পাইপগান উদ্ধার করে। ধৃতের নাম সত্যজিত ঘটক। ডিসেরগড় রোডের ভাঙাপুলের কাছে তাঁকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে।

উল্লেখ্য, রামপুরহাটের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ইতিমধ্যেই দিকে দিকে অস্ত্র উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তারই মধ্যে আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য চলছে নাকা চেকিং। সীমান্তবর্তী এলাকায় গুলিতে নাকা চেকিংয়ের সময় বেশ কয়েকটি ঘটনায় ইতিমধ্যেই বিশাল পরিমাণ অঙ্কের টাকাও বাজেয়াপ্ত করতে পেরেছে পুলিশ। তারই মধ্যে বিভিন্ন অভিযানে তিন যুবককে গ্রেফতার করে সালানপুর, জামুড়িয়া ও কুলটি থানার পুলিশ।

আরও পড়ুন: পাণ্ডবেশ্বরে শুভেন্দুর কর্মিসভায় তুলকালাম! বিক্ষোভ-স্লোগান তৃণমূলের

আরও পড়ুন: একে করোনা তার উপর দোসর দূষণ, মন্দারমণির হোটেল বন্ধের নির্দেশ জারি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের