Suvendu Adhikari: পাণ্ডবেশ্বরে শুভেন্দুর কর্মিসভায় তুলকালাম! বিক্ষোভ-স্লোগান তৃণমূলের
Pandabeswar: ঘটনাকে কেন্দ্র করে নিমেষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি কর্মী ও সমর্থকরাও তাদের দিকে তেড়ে যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
পাণ্ডবেশ্বর : আসানসোলের ভোটের (Asansol Bi Election 2022) আগে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বুধবার পাণ্ডবেশ্বরে এক দলীয় কর্মিসভায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেখানেই তুলকালাম অশান্তি। সেই সঙ্গে জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে চলে বিক্ষোভ। অভিযোগের তির তৃণমূল কর্মীদের দিকে। বঙ্গ রাজনীতিতে অতি পরিচিত ‘চোর’ স্লোগানও ওঠে সেখানে। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী যখন ওই কর্মিসভা শেষ করে বেরোচ্ছিলেন, সেই সময়ই তাঁর সামনে স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে নিমেষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি কর্মী ও সমর্থকরাও তাদের দিকে তেড়ে যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে।
জানা গিয়েছে পাণ্ডবেশ্বরে একটি কমিউনিটি সেন্টারের ভিতরে বিজেপির কর্মিসভা চলছিল। সেখানে কর্মিসভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি যখন নিজের গাড়ির উদ্দেশে যাচ্ছিলেন, সেই সময়েই ওই এলাকায় কিছু তৃণমূলের কর্মী ও সমর্থক চলে আসে এবং শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। বুধবারের এই ঘটনা প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এরা সব নরেনের (চক্রবর্তী) গুন্ডা। এরা সব কয়লা চোর। এরা সবাই নরেনের পোষা কয়লা মাফিয়া।”
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের বিধায়ক নরেন চক্রবর্তীর এক ভিডিয়ো ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে ইতিমধ্য়েই নির্বাচন কমিশনের কোপ পড়েছে নরেন বাবুর উপর। ভোট প্রচারে তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার থেকে টানা সাত দিন ভোটপ্রচারে থাকতে পারবেন না তিনি। কোনও রকম জনসভা, রোড শো, মিছিলে অংশ নিতে পারবেন না। এরই মধ্যে শুভেন্দু অধিকারীদের ঘিরে বিক্ষোভ, স্লোগান দিতে দেখা গেল একদল তৃণমূল কর্মী ও সমর্থকদের। বিজেপির অভিযোগ, এরা প্রত্যেকেই নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামী।
আরও পড়ুন : Jagdeep Dhankhar: সচিবদের সঙ্গে বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা, তিনটি বিলে সম্মতি রাজ্যপালের