ফিরহাদে ‘না’, মুখ্যমন্ত্রীর সঙ্গেই মুখোমুখি হবেন জিতেন্দ্র

জিতেন্দ্র তিওয়ারি নিজেই জানান, তিনি যা বলার মুখ্যমন্ত্রীকেই বলবেন। মুখ্যমন্ত্রী আপাতত উত্তরবঙ্গ সফরে আছেন। ১৭ ডিসেম্বর তিনি ফিরবেন।

ফিরহাদে 'না', মুখ্যমন্ত্রীর সঙ্গেই মুখোমুখি হবেন জিতেন্দ্র
মুখ্যমন্ত্রীর সঙ্গেই কথা বলবেন জিতেন্দ্র
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 12:20 PM

কলকাতা: পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ডাকে বৈঠকে যোগ দিচ্ছেন না আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর চিঠি নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেই সরাসরি কথা বলবেন বলে স্পষ্ট জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। সুতরাং মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার ক্যামাক স্ট্রিটে জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tewari) সঙ্গে নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা হচ্ছে না বলেই সূত্রের খবর।

সোমবার থেকে বঙ্গ রাজনীতিতে যে নামটি সবচেয়ে বেশি চর্চিত, তিনি হলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। দলের মন্ত্রীকে লেখা তাঁর একটি ‘বিস্ফোরক’ চিঠি প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বেঁধেছে। চিঠিতে জিতেন্দ্র অভিযোগ করেছিলেন, “কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের ২০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। রাজনৈতিক কারণে পুরদফতর এই টাকা নিতে দেয়নি। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা নিতে বাধা দেওয়া হয়েছে কেবল রাজনৈতিক কারণে।”

যদিও এর প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, “আসানসোলের উন্নয়নের জন্য ওঁকে অনেক টাকাই দেওয়া হয়েছে। সেসব তো চিঠি লেখেনি। ও নিশ্চয়ই গ্যাস খেয়ে লিখেছে।” উত্তর দেন জিতেন্দ্রও। ফিরহাদ-জিতেন্দ্রর দাবি পাল্টা দাবিতে হাওয়া গরম হয় রাজনীতির।  জিতেন্দ্র-বিজেপি যোগের সম্ভাবনাও উঠে আসে রাজনৈতিক মহলে। এরপরই রাতারাতি জিতেন্দ্রকে নিয়ে তৃণমূল নেতৃত্ব বৈঠকে বসবে বলে জানা যায়। যদিও ফিরহাদ বলেন, “সাত আটবার ফোন করার পরও জিতেন্দ্র ফোন ধরেননি। ফলে বৈঠক হচ্ছে কে বলল!” যদিও রাতে খবর হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ক্যামক স্ট্রিটের অভিষেকের দফতরে জিতেন্দ্রকে ডাকা হয়েছে। সেই বৈঠকে থাকার কথা ছিল পিকে-রও। সোমবার সকালে প্রকাশ্যে আসা চিঠি, এরপর বৈঠক-ইস্যু নিয়ে রাত পর্যন্ত  চলতে থাকে জলঘোলা। তবে নিজের অবস্থানে অনড় থাকেন জিতেন্দ্রও।

মঙ্গলবার জিতেন্দ্র তিওয়ারি নিজেই জানান, তিনি যা বলার মুখ্যমন্ত্রীকেই বলবেন। মুখ্যমন্ত্রী আপাতত উত্তরবঙ্গ সফরে আছেন। ১৭ ডিসেম্বর তিনি ফিরবেন। তারপর ১৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে সমস্যার কথা জানাবেন। জিতেন্দ্র তিওয়ারি জানান, মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সোমবার রাতে তাঁর কথা হয়। জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন, “অরূপ বিশ্বাস জানিয়েছেন, ১৮ তারিখ ৫মিনিটের জন্য মুখ্যমন্ত্রী সময় দেবেন।”

আরও পড়ুন: ‘উত্তর’রের মন পেতে মরিয়া মমতা, জলপাইগুড়ির সভায় নজর গোটা পাহাড়ের

যেখানে মুখ্যমন্ত্রীকে তিনি সরাসরি সমস্যার কথা জানাতে পারছেন, সেখানে ফিরহাদ হাকিমের সঙ্গে ওই বৈঠকের কোন প্রয়োজন নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি । তবে এই সব বিতর্কের মধ্যে দিয়ে জিতেন্দ্র তিওয়ারি তার দলীয় কর্মসূচি ও সরকারি কাজগুলি স্বাভাবিকভাবেই করেন মঙ্গলবার।