Bankura Accident: গাড়ির সামনে চলে এসেছিল গরু, বাঁচাতে গিয়েই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী ১৩ শ্রমিকের
Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতুলপুরের দেশড়া গ্রাম থেকে ১৩ জন শ্রমিক বোরো ধান রোয়ার কাজ করতে পান্না গ্রামে গিয়েছিলেন।
বাঁকুড়া: রাত্রিবেলা ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া (Bankura)। সেখানে চাষের কাজ সেরে ফেরার পথে ইঞ্জিন ভ্যান উল্টে আহত হলেন ১৩ জন শ্রমিক। মঙ্গলবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার পান্না গ্রামের কাছে। আহতদের সকলকেই কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তিন জনের আঘাত গুরুতর থাকায় পরে তাঁদেরকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতুলপুরের দেশড়া গ্রাম থেকে ১৩ জন শ্রমিক বোরো ধান রোয়ার কাজ করতে পান্না গ্রামে গিয়েছিলেন। সারা দিন ধরে সেখানে কাজ করার পর রাতে একটি ইঞ্জিন ভ্যানে করে তাঁরা গ্রামে ফিরছিলেন। পান্না গ্রামের অদূরে চলন্ত ইঞ্জিন ভ্যানটির সামনে চলে আসে বেশ কয়েকটি গরু। ইঞ্জিন ভ্যান চালক দূর থেকে গরুগুলিকে দেখতে পাননি। সামনা সামনি হতেই গরুগুলিকে বাঁচানোর চেষ্টা করতেই ইঞ্জিন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনায় আহত হন ইঞ্জিন ভ্যানে থাকা ১৩ জন শ্রমিকই।
স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মীরা মাঝি নামে আহত এক শ্রমিক বলেন, “আমরা গাড়িতে যাচ্ছিলাম। কাজ শেষে বাড়ি ফিরছিলাম। সেই সময় গাড়ি উল্টে গিয়ে পড়ে যাই। একটি গরুকে বাঁচাতে গিয়ে এই কান্ড ঘটেছে।”