Subhas Sarkar: চাকরির জন্য টাকা দিলে কলার ধরে আদায় করুন : সুভাষ সরকার

Bankura: সুভাষ সরকার বলেন, "বললেন, "চাকরীর জন্য টাকা দিয়ে থাকলে কলার ধরে টাকা আদায় করুন।" মঞ্চ থেকেই প্রতিবাদ, প্রতিরোধ ও প্রতিশোধ নেওয়ার ডাক মন্ত্রীর।"

Subhas Sarkar: চাকরির জন্য টাকা দিলে কলার ধরে আদায় করুন : সুভাষ সরকার
সুভাষ সরকার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 10:54 AM

মুকুটমণিপুর: নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অনেকে। হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের বাতিলও হয়েছে চাকরি। এমন আবহে এবার এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাস সরকারের। বললেন, “চাকরীর জন্য টাকা দিয়ে থাকলে কলার ধরে টাকা আদায় করুন।” মঞ্চ থেকেই প্রতিবাদ, প্রতিরোধ ও প্রতিশোধ নেওয়ার ডাক মন্ত্রীর।

সুভাষ সরকার বলেন, “চাকরির জন্য টাকা দিয়ে থাকলে কলার ধরে টাকা আদায় করুন। নাহলে থানায় অভিযোগ জানান। না পারলে আমাদের জানান। আর এবার যাদের চাকরি যাবে তাদেরও বলছি আপনাদের টাকাও গেল, চাকরিও গেল। মাইনেও ফেরত দিতে হবে। তাই এবার ওদের ছেড়ে কথা বলবেন না।” বাঁকুড়ার তালডাংরায় দলীয় একটি সভামঞ্চ থেকে চাকরি দুর্নীতি নিয়ে এই ভাষাতেই চাকরিহারাদের পরামর্শ দিলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

দিন কয়েক আগে ওই একই জায়গায় সভা করে সুভাষ সরকারকে আক্রমণ করে তৃণমূল। বুধবার সেই একই জায়গায় সভা করে তাঁর জবাব দেন সুভাষ সরকার। তিনি বলেন, “হিম্মত থাকলে সামনে দাঁড়িয়ে মোকাবিলা করুন। পিছনে মাতাল পাঠাবেন না। আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমরা প্রতিবাদ, প্রতিরোধ ও প্রতিশোধ নিতে জানি।”

প্রস্তাবিত ছাতনা মুকুটমণিপুর রেলপথের কাজ থমকে থাকা নিয়েও এদিন রাজ্য সরকারকে দুষে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তাঁর দাবি রাজ্য সরকার জমি না দেওয়াতেই এই বাজেটে কেন্দ্র টাকা বরাদ্দ করেনি। রাজ্য জমি না দিলে এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে একটি ভোটও নয়।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বক্তব্যর প্রতিক্রিয়ায় তালডাংরার তৃণমূল বিধায়ক বলেন, “এইমসে কে চাকরি দিয়েছিল সে ঘটনা নিয়ে আগে বলুন সুভাষ সরকার। তারপর গ্রুপ ডি চাকরি নিয়ে ভাববেন। জেলার মানুষ গত পুরসভাতেই বিজেপির প্রতি প্রতিশোধ নিয়েছে। সুভাষ সরকারের নিজের ওয়ার্ডেই চার নম্বর স্থানে ছিল বিজেপি। ছাতনা মুকুটমণিপুর প্রস্তাবিত রেল নিয়ে বিধায়কের দাবি ওই প্রস্তাবিত রেলপথের জন্য কেন্দ্রের সরকার টাকা বরাদ্দ না করাতেই কাজ আটকে রয়েছে।”