Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: ‘এজেন্ট দিতে পারবে না বিরোধীরা’, পঞ্চায়েত নির্বাচন নিয়ে মদনের ‘ভবিষ্যদ্বাণী’

Madan Mitra: কালীপুজোর মঞ্চে গান গাওয়ার সুযোগও ছাড়লেন না মদন মিত্র। তৃণমূলের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি।

Madan Mitra: 'এজেন্ট দিতে পারবে না বিরোধীরা', পঞ্চায়েত নির্বাচন নিয়ে মদনের 'ভবিষ্যদ্বাণী'
মদন মিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 9:03 PM

বাঁকুড়া : দুর্নীতি ইস্যুতে সরগরম বাংলার রাজনীতি। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। শাসক দলকে কোনঠাসা করতে পথে নেমেছে বিরোধীরা। প্রতিনিয়ত মিছিলে উঠছে স্লোগান। কিন্তু সেই আবহেও শাসক দলকে মোটেই ভয় পাচ্ছেন না বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি, বিরোধীরা কতটা শক্তিশালী হবে, তা বলার জন্য নাকি জ্যোতিষের প্রয়োজন। কিন্তু তৃণমূল যে ক্ষমতায় থাকবে, তা নাকি চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়।

মঙ্গলবার বাঁকুড়ায় কালীপুজো উপলক্ষ্যে এক অনুষ্ঠানে গিয়ে কামারহাটির বিধায়ক মদন বলেন, ‘বিরোধীরা পঞ্চায়েতের আগে শক্তিশালী হবে কি না, তা বলার জন্য হাত গুনতে হবে। কিন্তু এটুকু বলতে পারি, ৭০ শতাংশ আসনে মনোনয়ন ও এজেন্ট দিতে পারবে না বিরোধীরা। এমন ধাক্কা পাবে যে ২৫ বছর তৃণমূল ছাড়া অন্য কোনও দলের পতাকা এ রাজ্যে দেখা যাবে না।’

এদিন বাঁকুড়ার দুর্লভপুরে শ্রমিক সংগঠনের একটি কালীপুজোয় উপস্থিত হন মদন। চেনা মেজাজে গলা ছেড়ে গান গাইতেও শোনা যায় তাঁকে।

এদিকে, মদন মিত্রকে কটাক্ষ করতে ছাড়লেন না বাঁকুড়ার বাম নেতা অভয় মুখোপাধ্যায়। তাঁর দাবি, বামেদের মিছিলে ভিড় বাড়ছে, আর তা দেখেই তৃণমূল ভয় পাচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচনের মতো এবারও তৃণমূল জোর করে বিরোধীদের মনোনয়ন দিতে না দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি তাঁর। বাম নেতার কথায়, মানুষ এসব আর মেনে নেবে না। প্রতিদিন তাঁরা মিছিলে ভিড় করছেন। মানুষ বলছেন, বামেদের পঞ্চায়েতই ভাল ছিল।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে বিরোধীরা অভিযোগ তুলেছিলেন শাসক দলের বিরুদ্ধে। বেশির ভাগ কেন্দ্রে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। তৃণমূল জয়ী হলেও বিতর্ক পিছু ছাড়েনি। এবার পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে। রাজনীতির পারদ যে চড়ছে, তা বেশ বোঝা যাচ্ছে রাজনৈতিক নেতাদের তরজায়।