Bankura: আবার বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল, বাঁকুড়ায় শোরগোল

Bankura: বাঁকুড়া জেলায় আবাস যোজনা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে গতকাল জেলায় আসে সেন্ট্রাল মনিটরিং সেলের দুই আধিকারিক। গতকাল বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে তাঁরা আবাস সংক্রান্ত একাধিক অভিযোগ খতিয়ে দেখেন।

Bankura: আবার বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল, বাঁকুড়ায় শোরগোল
বাঁকুড়ায় বিক্ষোভImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 2:57 PM

বাঁকুড়া: গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় আধিকারিকদের দল। আবাস যোজনার অবস্থা খতিয়ে দেখতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁদের। সোমবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের নবজীবনপুর গ্রামের পর মঙ্গলবার বাঁকুড়ার সিমলাপাল ব্লকের চাঁদপুর গ্রামে স্থানীয়দের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় আধিকারিকরা।

বাঁকুড়া জেলায় আবাস যোজনা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে গতকাল জেলায় আসে সেন্ট্রাল মনিটরিং সেলের দুই আধিকারিক। গতকাল বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে তাঁরা আবাস সংক্রান্ত একাধিক অভিযোগ খতিয়ে দেখেন। এরপর আজ সিমলাপাল ব্লকের চাঁদপুর গ্রামে আবাস যোজনা সংক্রান্ত একটি অভিযোগ খতিয়ে দেখতে যান আধিকারিকরা। স্থানীয় সিমলাপাল ব্লকের বিডিও ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে নিয়ে তাঁরা চাঁদপুর গ্রামে গিয়ে অভিযোগকারী উপভোক্তার সঙ্গে কথা বলেন। পরে সেখান থেকে সিমলাপালের দিকে ফিরে আসার পথে চাঁদপুর গ্রামের মানুষদের একাংশ তাঁদের পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে।

বিক্ষোভকারীদের দাবি, গ্রামের বহু মানুষের কাঁচা বাড়ি। এর মধ্যে বেশ কিছু বাড়ির অবস্থা বেশ বেহাল। তা সত্বেও তাঁদের নাম রাখা হয়নি আবাস যোজনার তালিকায়। অনেকের নাম প্রথম অবস্থায় তালিকায় থাকলেও পরে তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের বঞ্চিতদের বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখার দাবি জানাতে থাকেন তারা। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ চাঁদপুর গ্রামে আটকে থাকেন কেন্দ্রীয় আধিকারিকরা। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে বিক্ষোভমুক্ত হন আধিকারিকরা।