Bankura: ‘ওয়ান নাইট স্ট্যান্ডেই’ অতিথিরা বুঝে যেতেন আসলে ‘বিদেশির’ আড়ালে এ তো ‘দেশি’ই! নিজেরাই খবর দেন প্রশাসনে

Bankura: বাঁকুড়া জেলায় বেশ কয়েক বছর ধরে চলে আসছে নকল বিদেশি মদের রমরমা। প্রশাসন ও আবগারি দফতরের নাকের ডগায় বিভিন্ন লাইন হোটেল ও মদের দোকান থেকে সেই নকল মদ বিক্রির অভিযোগ ওঠে মাঝেমধ্যেই।

Bankura: 'ওয়ান নাইট স্ট্যান্ডেই' অতিথিরা বুঝে যেতেন আসলে 'বিদেশির' আড়ালে এ তো 'দেশি'ই! নিজেরাই খবর দেন প্রশাসনে
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 12:40 PM

 বাঁকুড়া: শীতের মরশুমে হোটেলে ভালই ভিড় হচ্ছে। ঘুরতে যাওয়া আসার পথে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ও হচ্ছে। শীতের রাতে ডিনারের সঙ্গে দেদার অর্ডারও হচ্ছে মদ। কিন্তু সে মদে সেই নেশা নেই! অভিযোগ হয়তো গিয়েছিলেন হোটেলে আসা পর্যটকদের থেকেই। হোটেলে তল্লাশি চালাতেই বড়সড় সাফল্য। হোটেলে তল্লাশি চালিয়ে বহু মূল্যের নকল বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। ফের নকল মদ উদ্ধারে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা আবগারি দফতর। বিশেষ সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হিড়বাঁধ থানার মলিয়ান এলাকার একটি হোটেল থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের নকল বিদেশি মদ উদ্ধার করে আবগারি দফতর।

বাঁকুড়া জেলায় বেশ কয়েক বছর ধরে চলে আসছে নকল বিদেশি মদের রমরমা। প্রশাসন ও আবগারি দফতরের নাকের ডগায় বিভিন্ন লাইন হোটেল ও মদের দোকান থেকে সেই নকল মদ বিক্রির অভিযোগ ওঠে মাঝেমধ্যেই। গতকাল বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের মলিয়ান বাজারের একটি হোটেলে এই নকল বিদেশি মদ বিক্রির অভিযোগ পায় আবগারি দফতর।

মদ উদ্ধার

সূত্রের খবর,  রাতেই আবগারি দফতরের আধিকারিকরা হানা দেয় ওই হোটেলে। হোটেলে তল্লাশি চালাতেই দেখা যায় আলমারিতে থরে থরে সাজানো। মজুত করে রাখা ছিল প্রচুর পরিমাণ নকল মদ। অর্থাৎ বিদেশি ব্র্যান্ডেড বোতলের মোড়কে নিম্নমানের মদ বিকোচ্ছিল। বাঁকুড়ার আরও বেশ কয়েকটি হোটেলে আগামী তল্লাশি চলবে বলেও আধিকারিকরা জানাচ্ছেন।