IT Raid: বাঁকুড়ায় টোডি পরিবারের কারখানায় আয়কর হানা

Bankura: বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছেন। কারখানার গেট ভিতর থেকে বন্ধ। কাউকে কারখানার ভিতরে কিংবা বাইরে যেতে দেওয়া হচ্ছে না।  কেন এই কারখানায় হানা, তা এখনও স্পষ্ট নয়।

IT Raid: বাঁকুড়ায় টোডি পরিবারের কারখানায় আয়কর হানা
বাঁকুড়ায় আয়কর হানা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 4:49 PM

বাঁকুড়া: সারা দেশের একাধিক জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দিচ্ছেন। বাঁকুড়ার একটি কারখানায় চলছে আয়কর হানা। বুধবার সকালে আয়কর দফতরের একদল আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেয় বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামের কাছে থাকা একটি বেসরকারি রোলিং মিল কারখানায়। কেন্দ্রীয় বাহিনী এখন কারখানার প্রতিটি গেট ঘিরে রেখেছে। ভেতরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। জানা গিয়েছে, কারখানার মালিক অনুপ টোডি। তিনি কলকাতায় থাকেন।

জানা গিয়েছে, বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছেন। কারখানার গেট ভিতর থেকে বন্ধ। কাউকে কারখানার ভিতরে কিংবা বাইরে যেতে দেওয়া হচ্ছে না।  কেন এই কারখানায় হানা, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আয়করে ফাঁকি দেওয়াতেই এই হানা। তবে এই কারখানার মাধ্যমে কোনও দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে কিনা, সেটাও স্পষ্ট নয়।

মদকাণ্ডে ওড়িশা, ঝাড়খাণ্ডে আয়কর আধিকারিকদের তল্লাশি চলছে। তল্লাশি চলছে বাংলার একাধিক জায়গাতেও। নদিয়ার একটি মদ তৈরির কারখাপানায় তল্লাশি চালিয়েছেন আয়কর আধিকারিকরা। আয়কর দফতরের ৬ জনের একটি টিম পৌঁছয়ওই মদের কারখানায়। সঙ্গে ছিলেন সিআরপিএফ-এর জওয়ানরাও।

গত সোমবারই আইএফএ-এর প্রাক্তন সচিব তথা বর্তমান শিল্পকর্তা উত্‍পল গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চলে। বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত তিনি। তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।