Panchayat Elections 2023: ‘হারছে কারা? তৃণমূল’, ভোট প্রচারে হঠাৎ কেন এমন স্লোগান ব্যাখ্যা দিলেন ঘাসফুল শিবিরের নেতা

Panchayat Elections 2023: গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আঁচে তপ্ত বাংলার উত্তর থেকে দক্ষিণ। নির্বাচনের প্রচার,পাল্টা প্রচার, অভিযোগ, পাল্টা অভিযোগের তাপ উত্তাপে ফুটছে বাঁকুড়া জেলাও।

Panchayat Elections 2023: 'হারছে কারা? তৃণমূল', ভোট প্রচারে হঠাৎ কেন এমন স্লোগান ব্যাখ্যা দিলেন ঘাসফুল শিবিরের নেতা
তৃণমূলের ভোট প্রচার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 1:39 PM

বাঁকুড়া:  শব্দ প্রয়োগ-উচ্চারণ বিভ্রাট নাকি নিছকই শ্রবণ বিভ্রাট? কারণ তৃণমূলের স্লোগানকে ঘিরে সামাজিক মাধ্যমে (Social Media) রীতিমতো তোলপাড়া বাঁকুড়া (Bankura)। বিরোধীদের দাবি, দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে নাকি খোদ তৃণমূলের ব্লক সভাপতি স্লোগান দিয়েছেন “হারছে কারা? তৃণমূল!” যদিও, তৃণমূলের দাবি, হারছে নয় হাঁটছে শব্দটিকে বিকৃত করে ‘হারছে’ হিসাবে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। যদিও, ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা।

গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আঁচে তপ্ত বাংলার উত্তর থেকে দক্ষিণ। নির্বাচনের প্রচার,পাল্টা প্রচার, অভিযোগ, পাল্টা অভিযোগের তাপ উত্তাপে ফুটছে বাঁকুড়া জেলাও। তবে গুরুগম্ভীর সেই পরিবেশের মাঝেই সামাজিক মাধ্যমে হাজির হচ্ছে নানা ধরনের হাসির খোরাক।

সম্প্রতি, বাঁকুড়ার জয়পুরের তৃণমূল ব্লক সভাপতি কৌশিক বটব্যালের স্লোগানের একটি ভিডিয়োকে ঘিরে তামাশায় মেতেছেন নেটিজেনরা। বিজেপি কর্মীদের একাংশ ওই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করছেন, জয়পুর ব্লকের জেলা পরিষদ আসনের তৃণমূল প্রার্থী মাম্পি দে-র প্রচারে রাউৎখন্ড গ্রামে গিয়ে খোদ ব্লক সভাপতি স্লোগান দিয়েছেন ‘হারছে কারা? তৃণমূল’

যদিও, বিজেপি কর্মীদের এই দাবিকে নস্যাৎ করে সামাজিক মাধ্যমেই আবার জোরাল জবাব দিয়েছেন তৃণমূল পন্থীরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যুযুধান শাসক বিরোধী দুই শিবির। বিজেপির বলেছে, মুখ ফস্কে হলেও তৃণমূলের ব্লক সভাপতি কৌশিক বটব্যাল স্লোগানে আসল সত্যটাই বলে ফেলেছেন। পাল্টা কৌশিক বটব্যালের বলেন, “হারছে কারা নয়, স্লোগানে তিনি বলছেন হাঁটছে কারা।” সঙ্গে তাঁর কটাক্ষ, হারার দুশ্চিন্তায় যাদের দিন কাটছে তাঁরাই হাঁটছে শব্দটিকে হারছে শুনছেন।