Bankura: বন্ধ ঘর থেকে পচা-গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য বিষ্ণুপুরে, রহস্যভেদে পুলিশ
Bankura: মৃত্যুর পিছনে কী রহস্য তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। সেখানেই হচ্ছে ময়নাতদন্ত। শোরগোল এলাকায়।
বিষ্ণুপুর: বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় নিজের বন্ধ ঘর থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তির নাম গোপাল লক্ষণ। বয়স ৪৫ বছর। পরিবার সূত্রে খবর, গোপাল বাড়িতে একাই থাকতেন। শনিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ঘর থেকে দুর্গন্ধ বেরোতে দেখে খবর দেন পাড়ার অন্যান্য লোকেদের। শোরগোল পড়ে যায় এলাকায়।
পাড়ার লোকজন এবং বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে দেখে পচা গলা অবস্থায় বাড়ির মধ্যে পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহ। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীদের দাবি, সম্ভবত তিন চার দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। হৃদরোগ জনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ওই ব্যক্তির মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। সেখানেই হচ্ছে ময়নাতদন্ত। ময়নাতদন্তের রিপোর্ট হাতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে এলাকায়। তাঁর আত্মীয়-পরিজনদেরও খোঁজ চলছে। আকস্মিক এ ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।