Soumitra Khan: ‘সংসার করতে চান?’, বিচারকের প্রশ্ন শুনে সৌমিত্র-সুজাতা বললেন…
Soumitra Khan: সেই মামলারই আজ শুনানি ছিল বাঁকুড়া জেলা আদালতের (Bankura Court) দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে।
বাঁকুড়া: ডিভোর্স মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজির হলেন সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও সুজাতা মণ্ডল (Sujata Mondal) । এর আগে দু’জনেই পৃথক পৃথক ভাবে আদালতে হাজির হয়ে মিউচুয়াল ডিভোর্সের মামলা (Divorce case) দায়ের করেছিলেন। সেই মামলারই আজ শুনানি ছিল বাঁকুড়া জেলা আদালতের (Bankura Court) দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে।
এ দিন, প্রায় এক ঘণ্টা ধরে দু’জনের উপস্থিতিতে চলে শুনানি। সুজাতা খাঁ জানিয়েছেন, এই ডিভোর্সের মামলায় তাঁর কোনও দাবি দাওয়া নেই। বিষয়টি বিচারাধীন। আদালত চাইলে দ্রুত এই মামলার নিস্পত্তি হবে। অপরদিকে, সৌমিত্র খাঁ বিষয়টিকে ব্যক্তিগত বলে এড়িয়ে যান। তবে তাঁর আইনজীবী জানান, “মামলাটি দ্রুত নিস্পত্তির জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। আজ তারই শুনানি হয়েছে। আদালত দুপক্ষের কাছেই তাঁদের সম্পর্ক নিয়ে জানতে চেয়েছে। দু’পক্ষই ডিভোর্সের ব্যাপারে আদালতের কাছে তাঁদের সম্মতির কথা জানিয়েছেন।”
বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ২০১৬ সালে ১ জুলাই সুজাতা মণ্ডলকে বিয়ে করেন তিনি। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র। কিন্তু আদালতের নির্দেশে সে সময় নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে যেতে পারেননি তিনি। তাঁর হয়ে প্রচারে নজর টানেন তাঁর স্ত্রী সুজাতা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, স্ত্রী সুজাতার প্রচারে ভর করেই ওই লোকসভা নির্বাচনে ভোট বৈতরনী পার করেন সৌমিত্র। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর কিছুদিন পর থেকেই উভয়ের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। স্বামীকে ছেড়ে পৃথক থাকতে শুরু করেন সুজাতা। গেরুয়া শিবির ছেড়ে যোগ দেন তৃনমূলে।
২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সুজাতাকে প্রার্থীও করে। সে সময় থেকেই দুজনের সম্পর্কের টানাপোড়েন গড়ায় আদালতে। শুরু হয় কনটেস্টেড ডিভোর্সের মামলা। কিন্তু এবার দুজনের বৈবাহিক সম্পর্কে পাকাপাকি ইতি টানতে উভয়ই আদালতে আবেদন জানালেন মিউচুয়াল ডিভোর্সের।
এরপরই আদালতের দ্বারস্থ হয়ে সৌমিত্র-স্ত্রী-র সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ছেদের জন্য ডিভোর্স মামলা দায়ের করেন। এবার সেই মামলারই অঙ্গ হিসাবে আজ মিউচুয়াল ডিভোর্সের শুনানি হয়।