Suvendu Adhukari: পরপর দু’বার কোতুলপরে সভা বাতিল, আজই হাইকোর্টে শুভেন্দু
Suvendu Adhukari: কোতুলপুর থানায় আবেদন জানায় বিজেপি। প্রশাসনিক ভাবে অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার পর্যন্ত বিষয়টি ঝুলে ছিল। এরপর বিকেলে বিজেপি নেতৃত্ব অনুমতি নিতে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতরে যান।
বাঁকুড়া:
২৪ ঘণ্টা আগে বাতিল করে দিতে হল সভা। এই নিয়ে পরপর দুবার একই জায়গায় বাতিল হল বিরোধী দলনমেতা শুভেন্দু অধিকারীর সভা। প্রশাসনিক অনুমতি না মেলায় শুক্রবারের কর্মসূচী বাতিল করেছে বিজেপি। এর আগে গত ১ নভেম্বরেও দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি শুভেন্দু। কোতুলপুরে গিয়েও সভাস্থলে যেতে পারেননি তিনি। এরপর ১৭ নভেম্বর সভা করার কথা ঘোষণা করা হয়। কিন্তু সেই সভাতেও মিলল না অনুমতি। বারবার সভা বাতিল হওয়ায় ক্ষুব্ধ নন্দীগ্রামের বিধায়ক। আজ শুক্রবারই তিনি এই নিয়ে হাইকোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন। বিরোধী দলনেতা। সেদিনই তিনি আগামী ১৭ নভেম্বর কর্মসূচীর কথা ঘোষণা করেছিলেন। তবে এবারও প্রশাসনিক অনুমতি না মেলায় একদিন আগেই কর্মসূচী বাতিল বলে ঘোষণা করল বিজেপি।
গত ১ নভেম্বর বাঁকুড়ার কোতুলপুরের মোহিনী মোহন ময়দানে বিজয়া সম্মেলনীর আয়োজন করে বিজেপি। পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়ে অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। হাইকোর্টের তরফেও অনুমতি না মেলায় মাঝপথে রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছিল বিজেপি নেতৃত্ব। ওই দিন কোতুলপুরে গেলেও হাইকোর্ট অনুমতি না দেওয়ায় তিনি কর্মসূচিতে যোগ দিতে পারেননি। সে দিন কোতুলপুর বাজারে দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা করে তিনি ঘোষণা করেছিলেন, ১৭ নভেম্বর তিনি কোতুলপুরে কর্মসূচী থাকবে।
সেই ঘোষণার পর ফের কোতুলপুর থানায় আবেদন জানায় বিজেপি। প্রশাসনিক ভাবে অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার পর্যন্ত বিষয়টি ঝুলে ছিল। এরপর বিকেলে বিজেপি নেতৃত্ব অনুমতি নিতে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতরে যান। কিন্তু সেখান থেকে অনুমতি না মেলায় আবারও কর্মসূচি বাতিল করে দিতে হচ্ছে বিজেপিকে।
তৃণমূল হাইকোর্টে ভুল বুঝিয়ে বারবার সভায় বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শুক্রবারই মণ্ডল সভাপতিরা হাইকোর্টে যাবেন। হাইকোর্টে মামলা ফাইল হবে। হাইকোর্ট যে দিন ও সময় ঠিক করে দেবে সেই দিনই কোতুলপুরে সভা হবে।