Mamata Banerjee: ‘আমি অন্যায়কে প্রশ্রয় দিই না’, বাঁকুড়ার সভায় বললেন মুখ্যমন্ত্রী
Bankura: বিজেপি বলে বেড়ায় আমি দিচ্ছি তুমি কি দিচ্ছ? নির্বাচন এলে উজালা। নির্বাচনের পরে ওটা হাজোলা, বিজোলা। ভোটের আগে ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা। এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। নির্বাচন এলে গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেয়। নির্বাচন পেরোলে ৪০০ টাকা বাড়িয়ে দেয়। কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে।
বাঁকুড়া: বাঁকুড়ায় বুধবার হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই সভায় বক্তব্য রাখার সময় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা। পাশাপাশি তৃণমূল সরকার গবির মানুষের জন্য কী কী করেছে তা বলেছেন। এবং সেই কাজে কেন্দ্রের বাধার অভিযোগও তুলেছেন। সন্দেশখালির নাম না দিলেও সিঙ্গুর, নন্দীগ্রামের সঙ্গে কোনও জায়গার তুলনা হয় না বলেও জানিয়েছেন।
- বিজেপি বলে বেড়ায় আমি দিচ্ছি তুমি কি দিচ্ছ? নির্বাচন এলে উজালা। নির্বাচনের পরে ওটা হাজোলা, বিজোলা। ভোটের আগে ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা। এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। নির্বাচন এলে গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেয়। নির্বাচন পেরোলে ৪০০ টাকা বাড়িয়ে দেয়। কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে।
- একশো দিনের কাজের টাকা দেয় না। তারা গরীব লোক। পোর্টাল সেন্ট্রাল গর্ভমেন্টের। পোর্টাল আমাদের ছিল না। তাই কত মানুষ টাকা পায়নি তা জানা ছিল না। আসলে টাকা না পাওয়া লোকের সংখ্যা ২১ লাখ নয় ৬৯ লাখ। খাটিয়ে নিয়ে পয়সা দেয়নি। তাঁদের বঞ্চিত করেছে।
- পাগড়ি দেখলেই এখন বলছে খালিস্তানি। মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি।
- নারীশিক্ষা, কোথায় গেল বেটি বাঁচাও, বেটি পড়াও। আমাদের কন্যাশ্রী সারা পৃথিবী জয় করেছে। আমাদের দেখে লক্ষ্মীর ভাণ্ডার করছে। তাও পরিবারের এক জন। আমরা সবাইকে দিই। পরিযায়ীদের জন্য স্বাস্থ্যসাথী। মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা কর বছরে ২ মাস।
- আগের বার বিজেপি দুটি সিটে জিতেছিল বাঁকুড়ায়। জেতার পর আর এসেছে? কিছু দিয়েছে? নির্বাচনের সময় আবার আসবে। এবার এলে গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে।
- আমরা ভিক্ষে চাই না। মানুষের অধিকার চাই। বাংলার ছেলে মেয়ারা নিজের পায়ে দাঁড়িয়ে খাবে।
- আদিবাসীদের ধর্মের একটা কোড আছে। আপনি আপনার নিয়ম মতো বিয়ে করেন। হিন্দু, মুসলিম দের আলাদা কোড আছে। এখন বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। কে কোন পোষাক পরবে, কী খাবে তা ওরা ঠিক করে দেবে?
- আমি কোথাও রক্ত ঝড়ুক চাই না। অত্যাচার চাই না। আমি ভুল জিনিসকে প্রশ্রয় জ্ঞানত দিই না। আমি অন্যায়কে প্রশ্রয় দিই না । অজান্তে কিছু হলে তাতেও প্রশ্রয় দিই না।