কোভিড রোগী সন্দেহে অচৈতন্য বৃদ্ধার দেহ রাস্তায় ফেলে দিয়ে চম্পট দিল ভ্যান চালক!

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই বৃদ্ধার শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই তাঁকে ফেলে রেখে চলে যাওয়া হয়।  কিন্তু কে বা কারা তাঁকে ফেলে রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। ওই বৃদ্ধার পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে। 

কোভিড রোগী সন্দেহে অচৈতন্য বৃদ্ধার দেহ রাস্তায় ফেলে দিয়ে চম্পট দিল ভ্যান চালক!
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 23, 2021 | 10:10 PM

উত্তর দিনাজপুর: রাজ্যে বেলাগাম করোনা (corona) রুখতে যখন বারবার বলা হচ্ছে সতর্ক হতে তখন একের পর এক অমানবিক ঘটনার সাক্ষী থাকছে বাংলা। এ বার কোভিড রোগী (COVID19) সন্দেহে এক বৃদ্ধার অচৈতন্য দেহ ভ্যান থেকে ফেলে দিয়ে চম্পট দিল চালক! প্রায় গোটাদিন ওই অবস্থাতেই পড়ে থাকল বৃদ্ধার দেহ। স্থানীয়দের তৎপরতায় অবশেষে পুলিশ এসে সেই বৃ্দ্ধাকে উদ্ধার করে।

জানা গিয়েছে, রবিবার সকালে, চোপড়ার সাধুরামগছে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ মহিলার দেহ একটি ভ্য়ানে (Van) নিয়ে এসে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে দিয়ে চম্পট দেয় ওই চালক। জাতীয় সড়কের ধারে প্লাস্টিকের বস্তা দিয়ে বাঁধা ওই মহিলার প্রায় অসাড় দেহ পড়ে থাকতে দেখে প্রথমে মৃতদেহ (Dead Body) বলেই সন্দেহ হয় স্থানীয়দের। পরে ওই বৃদ্ধা জীবিত দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় চোপড়া থানার পুলিশ।

বস্তার বাঁধন খুলতে দেখা যায়, ওই বৃদ্ধার দেহের কিছু অংশে পচন ঘটেছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। খবর দেওয়া হয় প্রশাসনকেও। ঘটনাস্থল থেকেই মাত্র তিনশো মিটার দূরে রয়েছে চোপড়ার প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্র। কেন ওই বৃদ্ধাকে হাসপাতালে না নিয়ে গিয়ে রাস্তায় ফেলে রাখা হল কারাই বা তাঁকে এভাবে ফেলে রেখে গেল তা স্পষ্ট নয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই বৃদ্ধার শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই তাঁকে ফেলে রেখে চলে যাওয়া হয়।  কিন্তু কে বা কারা তাঁকে ফেলে রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। ওই বৃদ্ধার পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮,৮৬৩ জন। মৃত্যু হয়েছে ১৫৪ জনের। সেখানে গতকাল এই সংখ্যাগুলি ছিল যথাক্রমে ১৯,১৪৭ ও ১৫৯। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের ডিসচার্জ রেট ৮৮.৩২ শতাংশ। এই নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২ লাখ ৪৮ হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২০২ জন। রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮।

আরও পড়ুন: ‘রক্তচোষা রাজ্যপাল, গণতন্ত্রের কসাই’, ধনখড়কে কড়া আক্রমণ কল্যাণের