গাড়িতে খড় তোলার সময়ে পিষে দিল ডাম্পার, মৃত ২
TV9 বাংলা ডিজিটাল: রাস্তার ধারে দাঁড়িয়েই গাড়িতে খড় তুলছিলেন এক দল শ্রমিক। পিছন থেকে এসে পিষে গেল ডাম্পার। ঘটনাস্থলেই মৃত ২। গুরুতর আহত আরও তিন জন। ঘটনাটি বীরভূমের (Birbhum) সাঁইথিয়ার। মৃতদের নাম মাধাই বাগদি, তলুস বাগদি। লাভপুরের নাঙ্গলহাট ও আরাল গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সিউড়ি থেকে আমোদপুর যাওয়ার রাস্তায় সাংড়া গ্রামের কাছে একটি লরিতে খড় […]
TV9 বাংলা ডিজিটাল: রাস্তার ধারে দাঁড়িয়েই গাড়িতে খড় তুলছিলেন এক দল শ্রমিক। পিছন থেকে এসে পিষে গেল ডাম্পার। ঘটনাস্থলেই মৃত ২। গুরুতর আহত আরও তিন জন। ঘটনাটি বীরভূমের (Birbhum) সাঁইথিয়ার। মৃতদের নাম মাধাই বাগদি, তলুস বাগদি। লাভপুরের নাঙ্গলহাট ও আরাল গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সিউড়ি থেকে আমোদপুর যাওয়ার রাস্তায় সাংড়া গ্রামের কাছে একটি লরিতে খড় তুলছিলেন তাঁরা। একটি ডাম্পার পিছন থেকে আসছিল। ডাম্পারের গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বাকি দুজন কোনওক্রমে সরে যেতে পারলেও পাঁচ জনকে পিষে চলে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। বাকি তিন জনকে কোনওরকমে উদ্ধার করে স্থানীয়রা সিউড়ি সদর হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: বিজেপির পাঁচ সদস্য তৃণমূলে, বোর্ড দখল করার পথে ঘাসফুল
তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। ২ জন বরাত জোরে প্রাণে বাঁচলেও একজনের হাত, অপরজনের পা ভেঙেছে। ঘটনার তদন্তে আমোদপুর ফাঁড়ির পুলিস। ঘাতক ডাম্পারের চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।