Birbhum: খাবারের সঙ্গে বিষ? মৃত্যু ৫টি সারমেয়র
Birbhum: জানা গিয়েছে, গতকাল সন্ধের পর থেকে এক এক করে পাঁচটি সারমেয় অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে পাঁচটি কুকুর ছানার মৃত্যু হয়। শহরের পশুপ্রেমী সংগঠন দাবি করেছে, কুকুরগুলিকে বিষ খাইয়ে মারা হয়েছে। ইতিমধ্যেই দেহগুলিকে ময়নাতদন্তের জন্য দেহগুলিকে রাখা হয়েছে সিউড়ি পশু হাসপাতালে। অসুস্থ কুকুর ছানাগুলির চিকিৎসা শুরু করেছে স্থানীয় পশু হাসপাতাল।
বীরভূম: শুয়ে আছে একের পর এক। নড়ছে না কেউ। কারোর গলার আওয়াজ নেই। ওরা শুধু পড়ে আছে রাস্তার ধারে। একসঙ্গে পাঁচটি সারমেয়র মৃত্যু দেখল সিউড়ির টিনবাজার এলাকার বাসিন্দারা। কেউ বলছেন, “বিষ দিয়েছে বোধহয়।”, কেউ আবার বলছেন, “কী দরকার ছিল এই সব করার…” তবে পাঁচ-পাঁচটি প্রাণ এই ভাবে চলে যাবে তা মেনে নিতে পারছেন না এলাকাবাসী। সকলেই চাইছেন যে বা যাঁরা এই নৃশংস কাজ করেছে তাঁর যেন উপযুক্ত শাস্তি হয়।
জানা গিয়েছে, গতকাল সন্ধের পর থেকে এক এক করে পাঁচটি সারমেয় অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের মৃত্য হয়। এরপর অসুস্থ হয়ে পড়ে আরও দুটি শাবক। শহরের পশুপ্রেমী সংগঠন দাবি করেছে, কুকুরগুলিকে বিষ খাইয়ে মারা হয়েছে। ইতিমধ্যেই দেহগুলিকে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সিউড়ি পশু হাসপাতালে। অসুস্থ কুকুর ছানাগুলির চিকিৎসা শুরু করেছে স্থানীয় পশু হাসপাতাল।
ওই পশুপ্রেমী সংস্থার এক কর্মী রাজর্ষী ঘোষ বলেন, “আমরা খবর পাই এলাকায় অনেকগুলি কুকুর মারা গিয়েছে। কুকুর ছানাও অসুস্থ। তড়িঘড়ি ওদের উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যাই। সেখানেই পাঁচটি সারমেয়র মৃত্যু হয়।”