Anubrata Mondal in Asansol: বিতর্ক পিছু ছাড়ছে না, লালবাতি গাড়ি নিয়ে কেন ঘুরছেন অনুব্রত?
Anubrata Mondal in Asansol: নির্বাচনী প্রচারে লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন অনুব্রত মণ্ডল। এই অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে বিরোধী দল বিজেপি।
আসানসোল : বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক নির্বাচনী প্রচারে লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন। এই অভিযোগ নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ১২ এপ্রিল। এবার সেই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন শত্রুঘ্ন সিনহা। সেই নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচার সারছে সব দল। আর সেই কারণেই গত কয়েকদিন ধরে ওই এলাকায় রয়েছেন অনুব্রত। শত্রুঘ্ন সিনহার প্রচারে দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি রয়েছে। নির্বাচন কমিশনে এই অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের উপ নির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পালের দাবি, লালবাতি দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে তৃণমূল। বিজেপি নেত্রী বলেন, ‘কমিশনকে এই বিষয়টায় নজর দিতে বলব। এ ভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে।’ শাসক দলের উদ্দেশে অগ্নিমিত্রা বলেন, ‘মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। মানুষ যাঁকে ইচ্ছে ভোট দেবেন, কিন্তু প্রভাব খাটাবেন না।’ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজরে তিনি বিষয়টা আনবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ জানানে হচ্ছে বলেও উল্লেখ করেছেন বিজেপি নেত্রী।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিযোগ, প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে নির্বাচনী কাজে। তিনি বলেন, প্রশাসন কী ভাবে দলবাজ হয়ে গিয়েছে, সেটাই বোঝা যাচ্ছে। এ ভাবে নির্বাচনী আইনবিধি ভঙ্গ করা হচ্ছে। তাঁর দাবি, তৃণমূলের জয়ের জন্য নিজেদের ওপর কোনও ভরসা নেই। সরকার তন্ত্রের ওপর ভরসা করতে হচ্ছে। অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘প্রাণ বাঁচাতে এখন লুকিয়ে থাকার কথা, আর তিনি লাল বাতি নিয়ে ঘুরছেন। মানুষ যদি ক্ষুব্ধ হয়, তাহলে লালবাতি খুলে ফেলে দেবে।’
তবে, তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনী আচরণবিধি শুধুমাত্র আসানসোলা লাগু রয়েছে, গোটা রাজ্যে নয়। তাই বীরভূম থেকে আসায় লালবাতি রয়েছে অনুব্রত মণ্ডলের গাড়িতে। তৃণমূলের ইলেকশন এজেন্ট তথা পুরচেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন, নিরাপত্তার জন্যই লালবাতি গাড়ি দেওয়া হয়েছে অনুব্রতকে। লালবাতি গাড়িতে থাকলেও জ্বালানো হয়নি বলেও দাবি করেছেন তিনি। আর মলয় ঘটক সম্পর্কে অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু তিনি রাজ্যের মন্ত্রী, তাই যেখানেই যাচ্ছেন লালবাতি গাড়ি নিয়ে যাচ্ছেন। এর সঙ্গে আসানসোলের প্রচারের কোনও সম্পর্ক নেই বলেই তাঁর দাবি।
আরও পড়ুন : KMC tab controversy: ট্যাব কেনা হচ্ছে, অথচ ১০ হাজার টাকা সাম্মানিক জুটছে না কাউন্সিলরদের, বিতর্ক চরমে
আরও পড়ুন : Mithun Chakraborty : ‘জাত গোখরো নন, আপনি জলঢোঁড়া সাপ’, মিঠুনকে কেন এমন বললেন কুণাল?