Birbhum Police: ভোট গণনার আগে গ্রামে ঢুকল মেটাল ডিটেক্টর! বিশেষ অভিযান বীরভূম পুলিশের অ্যান্টি সাবোটাজ টিমের

Birbhum: কোথাও কোনও বোমা বা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা আছে কি না, তা খতিয়ে দেখতে চলছে বিশেষ নজরদারি। এদিন দুবরাজপুরের খোয়াজ মহম্মদপুর এলাকায় যৌথ অভিযান চালায় দুবরাজপুর থানার পুলিশ ও জেলা পুলিশের অ্যান্টি সাবোটাজ চেক টিম।

Birbhum Police: ভোট গণনার আগে গ্রামে ঢুকল মেটাল ডিটেক্টর! বিশেষ অভিযান বীরভূম পুলিশের অ্যান্টি সাবোটাজ টিমের
পুলিশি অভিযানImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 8:36 PM

দুবরাজপুর: রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত জেলা বীরভূম। অতীতে বিভিন্ন সময়ে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠে এসেছে। বোমাবাজির অভিযোগও উঠেছে অতীতে বিভিন্ন সময়ে। এবার তাই লোকসভা ভোটের গণনাপর্বের আগে বিশেষ সতর্ক বীরভূম জেলা পুলিশ। কোথাও কোনও বোমা বা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা আছে কি না, তা খতিয়ে দেখতে চলছে বিশেষ নজরদারি। এদিন দুবরাজপুরের খোয়াজ মহম্মদপুর এলাকায় যৌথ অভিযান চালায় দুবরাজপুর থানার পুলিশ ও জেলা পুলিশের অ্যান্টি সাবোটাজ চেক টিম।

মেটাল ডিটেক্টর থেকে শুরু করে আরও অন্যান্য যন্ত্রাদি দিয়ে গ্রামজুড়ে চলে চেকিং। গ্রামের লোকালয়ে, মাঠে-ময়দানে খোলা জায়গায়, ইটের স্তূপের ফাঁক ফোকড়ে, কোথাও সন্দেহজনক কিছু রয়েছে কি না, সব পরখ করে দেখেন পুলিশকর্মীরা। গোটা গ্রামে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। চলেছে পুলিশি নজরদারি। স্থানীয় থানা ও জেলা পুলিশের অ্যান্টি সাবোটাজ চেক টিমের পাশাপাশি ওই গ্রামে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

প্রসঙ্গত, আগামী মঙ্গলবারই লোকসভা ভোটের গণনা রয়েছে। তার আগে গ্রামে পুলিশের এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এর আগে অতীতে বিভিন্ন সময়ে বীরভূমের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকেই কি এবার ভোটগণনার মুখে বাড়তি সতর্কতা পুলিশ প্রশাসনের? যদিও জেলা পুলিশের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।